২২ এপ্রিল, ২০২৫ | ৯ বৈশাখ, ১৪৩২ | ২৩ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

গর্জনিয়ার স্টুডেন্ট’স ফোরাম এলাকার আলোক শিখা


রামু উপজেলার গর্জানিয়া স্টুডেন্ট’স ফোরামের ২০১৬ সালের বৃত্তি প্রাপ্তদের পুরস্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্টানে বক্তারা বলেছেন-শিক্ষার আলো ছড়াতে এলাকায় কাজ করে যাচ্ছে অনেক সংগঠন। এর মধ্যে গর্জনিয়া স্টুডেন্ট’স ফোরাম ২০১২ সাল থেকে ভ’মিকা রাখছে অনেক বেশী। সংগঠনটি গর্জনিয়ার আলোক শিখা। এ ধরণের প্রতিষ্টানকে সকলের সহযোতিা করা উচিত। নয়তো শিক্ষানুরাগীরা হতাশ হবে।
গতকাল শুক্রবার বেলা ২ টায় গর্জনিয়া ইসলামীয়া সিনিয়র মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন,অধ্যক্ষ মৌলানা মো: আইয়ুব। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিধ অধ্যাপক সেলিম উল্লাহ,বিশেষ অতিথি ছিলেন গর্জনিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মওলানা ওবাইদুল হাকিম, কচ্ছপিয়া কে.জি স্কুল প্রতিষ্টাতা ও নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ,ককসবাজার লিডারশীপ ইনষ্টিটিউট এর ব্যবস্থাপনা পরিচালক রিদয়ানুল হক ও মাঝিরকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার মো: ইউনুছ। সভায় স্বাগত বক্তব্য রাখেন ফোরামের সভাপতি ইমরান হোসাইন । আর বক্তব্য রাখেন ফোরামের সাধারণ সম্পাদক মো: মোবারক হোসাইন সহ অন্যান্য সদস্যবৃন্দ ।
সভায় গত ৩ ডিসেম্বর তারিখে এ ফোরামের আয়েজনে অনুষ্টিত মেধা বৃত্তিপ্রাপ্তদের ক্রেষ্ট,সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদানের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়। আর শিক্ষার মান ও এ বৃত্তিতে পাশের হার বিবেচণায় কচ্ছপিয়া কে.জি স্কুলকে সেরা পুরস্কার হিসেবে ক্রেষ্ট ও সার্টিফিকেট দেয়া হয়। অনুষ্টানে এ পুরষ্কার গ্রহন করেছেন কচ্ছপিায়া কে.জি স্কুল এন্ড কলেজের প্রতিষ্টাতা সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ। এ অনুষ্টানে গর্জনিয়া কচ্ছপিয়া অনেক গুনিজন অংশ নেন। এদের মধ্যে গুণীজন অতিথিবৃন্দকে সংর্বধিত করা হয় সংগঠনের পক্ষ থেকে। জবাবে সংর্বধিতরা গর্জনিয়া স্টুডেন্ট’স ফোরামকে ধন্যবাদ জানান তাদের সম্মানিত করার জন্যে।
উল্লেখ্য গত ৩ ডিসেম্বর এ বৃত্তি পরীক্ষায় গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নের সেরা ২১ টি শিক্ষা প্রতিষ্টানের ৩৫০ জন শিক্ষাথীরা অংশ নেয়। এদের মধ্যে বৃত্তি পায় ৩২ জন। আর এতে সর্বাধিক শিক্ষার্থী অংশ নেয় গর্জনিয়া শিখন স্কুলের । এদের ১জন টেলেন্টপুল সহ ২ শিক্ষার্থী বৃত্তি পায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।