২৬ নভেম্বর, ২০২৪ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

গর্জনিয়া ইউনিয়ন বিএনপির ৬নম্বর ওয়ার্ড কমিটি অনুমোদন  

প্রেস বিজ্ঞপ্তি: রামুর গর্জনিয়া ইউনিয়ন বিএনপির ৬নম্বর ওয়ার্ড কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার বেলতলী বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল আলিম। প্রধান বক্তা ছিলেন, গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.মুহিবুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য দেন- ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.তৈয়ব কালু, রামু উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম ভুট্টো, গর্জনিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাঈদ, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শের আলম, বিএনপিনেতা রশিদ আহমদ প্রমূখ।
আলোচনা সভা শেষে পূর্বের বিলুপ্তকৃত ৬ নম্বর ওয়ার্ডে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি অনুমোদন দেন গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক।
নবগঠিত এই কমিটিতে মঞ্জুর সওদাগর সভাপতি, সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক, নুরুল আলম সাংগঠনিক সম্পাদক, মঞ্জুর আলম সিনিয়র সহসভাপতি, আবদুল হামিদ শুক্কুর সহসভাপতি এবং মো.হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.মুহিবুল্লাহ বলেন, নবনির্বাচিত নেতৃবৃন্দকে আগামী এক মাসের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন এবং কমিটিতে দশ শতাংশ নারী সদস্য রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।