২১ এপ্রিল, ২০২৫ | ৮ বৈশাখ, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

গর্জনিয়া সেতু চালুর কাজ তদারকি করছেন রামু উপজেলা চেয়ারম্যান


রামুর গর্জনিয়া ও কচ্ছপিয়াবাসীর দীর্ঘ দেড় বছরের দুর্ভোগ অবশেষে অবসান হতে চলেছে। কারণ দ্রুত গতিতে এগিয়ে চলছে স্বপ্নের গর্জনিয়া সেতু চালুর কাজ। সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এবং উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলমের বিশেষ বরাদ্দ, গ্রামীন অবকাঠামো ও রক্ষানাবেক্ষণ প্রকল্প থেকে এই কাজ আরম্ভ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে সড়ক সংস্কার ও সেতুর এপ্রোচ নির্মাণে নদী খনন কাজ শুরু হয়। এদিকে রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম নিজেই এসব কাজ তদারকি করছেন।
এরই অংশ হিসাবে তিনি একাধিকবার কাজের অগ্রগতি দেখতে ভাঙনস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি বলেন, রামু ও নাইক্ষ্যংছড়ি উপজেলার জন্য গর্জনিয়া সেতু খুবই গুরুত্ব বহন করে। সেতুটি অচল থাকায় বিশেষ করে কৃষক ও ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি চলমান। মূলত এমপি এবং আমার উদ্যোগেই সড়ক পুননির্মাণ কাজ করা হচ্ছে। তবে আমি এলজিইডি ও পানি উন্নয়ন বোর্ডের সুদৃষ্টি কামনা করছি। সঠিক সময়ে তাঁদের বরাদ্দ পেলেই বাঁকখালী নদীর বিশালকার একটি অংশ খনন করে গর্জনিয়া সেতুকে সম্পূর্ণভাবে ঝুঁকিমুক্ত করা সম্ভব হবে।
এসময় উপজেলা চেয়ারম্যানের সঙ্গে ছিলেন গর্জনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন, ইউপি সদস্য নুরুল আলম সিকদার, আজিজুল হক সিকদার, আওয়ামী লীগনেতা হাবিব উল্লাহ চৌধুরী, ফরিদ আহমদ চৌধুরী, সমাজসেবক ডাঃ ছুরুত আলম, আবু ইউছুফ, উপজেলা যুবলীগনেতা নবিউল হক আরকান, মাসুদুর রহমান, ডাঃ আবছার কামাল, সংবাদকর্মী শওকত ইসলাম, কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সিকদার সোহেল, সহ-সভাপতি লোকমান সিকদার, কচ্ছপিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার, কচ্ছপিয়ার উপসহকারী কৃষি কর্মকর্তা জহিরুল ইসলাম, গর্জনিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হাফেজ আহমদ, যুবলীগনেতা জিয়াউর রহমান, গর্জনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক সরওয়ার কামাল, কচ্ছপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দিন সিকদার, সাধারণ সম্পাদক লবা কর্মকার, গর্জনিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী, ছাত্রলীগনেতা তানজিদ রায়হান, মোঃ ইকবাল প্রমূখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।