২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

গাজীপুর যুবলীগ নেতা আলমগীর কক্সবাজারে আটক

নিজস্ব প্রতিবেদক:
আত্মগোপনে থাকা গাজীপুর শহর শাখা যুবলীগের সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন কক্সবাজারে ধরা পড়েছেন। কক্সবাজারের বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিরা তাকে ধরে যৌথবাহিনীর হাতে সোপর্দ করেন। তিনি দুইমাস ধরে কক্সবাজার শহরে আত্মগোপনে ছিলেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আযীম নোমান বিষয়টি নিশ্চিত করেছেন।
৫ আগষ্ট গণঅভ্যুত্থান পরবর্তী কক্সবাজারের বিভিন্ন হোটেল মোটেলে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন জেলা শহরের নেতা-কর্মীরা আত্মগোপনে আছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের হোটেল মোটেলে সজাগ দৃষ্টি রেখে নিজেরাই ‘রেড জোন’ চিহ্নিত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজার জেলা।
সুত্র মতে, ছাত্র প্রতিনিধিরা জানতে পারেন- কক্সবাজার শহরে প্রতিদিন হোটেল বদল করে আত্মগোপনে আছেন গাজীপুর শহর যুবলীগের সাধারণ সম্পাদক এসএম আলমগীর হোসেন। এই সংবাদ পাওয়ার পর ছাত্র প্রতিনিধিদের হাতে আটক হন গাজীপুরের এই যুবলীগ নেতা।
পরে ছাত্রপ্রতিনিধিরা যৌথবাহিনীর মাধ্যমে এসএম আলমগীর হোসেন গাজীপুর যুবলীগের শহর সাধারণ সম্পাদক পরিচয় নিশ্চিত হয়ে তাদের হাতে সোপর্দ করেন।
গাজীপুরে খোঁজ নিয়ে জানা যায়, আলমগীর হোসেনের নামে চাঁদাবাজি, জমি দখল, অস্ত্র সরবরাহ এবং ৫টি হত্যা মামলা রয়েছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের উপর প্রকাশ্যে গুলি করেন। ছাত্র হত্যা মামলার ৫০ নাম্বার আসামি, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক নাম্বার আসামি হয়েছেন।
৫ আগস্টের পর থেকে আত্মগোপনে চলে যান আলমগীর হোসেন।  প্রায় দুই মাস ধরে কক্সবাজারের বিভিন্ন হোটেল মোটেলে আত্নগোপনে ছিলেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আযীম নোমান জানান, ধৃত যুবলীগ নেতাকে গাজীপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।