২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

চকরিয়ায় খালেদা জিয়াকে স্বাগত জানাতে মহাসড়কে জনতার ভিড়

গাড়িবহরে চাপা পড়ে পা ভেঙ্গে গেছে বিএনপি নেতার

চকরিয়া শহরে প্রবেশ করছে বেগম খালেদা জিয়ার গাড়ি বহর উপরে। ছবিতে মহাসড়কের নেতাকর্মী ও উৎসুক জনতার ভিড়।

এম.জিয়াবুল হক,(চকরিয়া): বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গতকাল রোববার বিকালে চকরিয়া হয়ে রাতে কক্সবাজার পৌঁছেছেন। পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে নির্যাতিত রোহিঙ্গা শরনার্থীদের মাঝে ত্রাণ বিতরণ করতে বেগম খালেদা জিয়ার কক্সবাজার আগমন। গতকাল চকরিয়া হয়ে বেগম খালেদা জিয়া কক্সবাজার যাবেন এমন খবরে চকরিয়া-পেকুয়া উপজেলার হাজার হাজার দলীয় নেতাকর্মী ও উৎসুক জনতা দুপুর দুইটা থেকে অপেক্ষা করতে থাকেন মহাসড়কে।

চকরিয়ায় বেগম খালেদা জিয়াকে অভ্যার্থনা জানাতে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা, পৌরসভা বিএনপি ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অংগ-সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এদিন বিকাল ৫টা ৫মিনিটের সময় চকরিয়া পৌরশহরের প্রবেশদ্বার মাতামুহুরী ব্রিজ অতিক্রম করেন।

মাতামুহুরী ব্রিজ থেকে পৌরশহরের নিউ মার্কেট এলাকায় বেগম জিয়ার গাড়ি বহর পৌঁছতে সময় লাগে ৫মিনিট। তিনি ৫টা ১০মিনিটের সময় মহাসড়কের চকরিয়া পৌরশহরে জড়ো হওয়া নেতাকর্মীদের অভিনন্দন সালাম গ্রহন করেন এবং তিনিও গাড়ির ভেতর বসা অবস্থা থেকে উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান। এসময় করতালি আর স্লোগানে প্রকম্পিত হতে থাকে চকরিয়া পৌরশহর।

এদিকে বেগম জিয়ার গাড়ি বহরটি গতকাল বিকালে চকরিয়া পৌরশহর অতিক্রমকালে দলীয় নেতাকর্মী ও উৎসুক জনতার উপচে পড়া ভিড় লেগে যায়। এতে কিছুটা সময় সব ধরণের যানবাহন চলাচল কার্যত অচল হয়ে পড়ে। ওইসময় গাড়ি বহর জনতার ভিড় টেলে সামনের দিকে অগ্রসরকালে গাড়ির নীচে চাপা পড়ে শাহজাহান মনির (৩৮) নামের এক বিএনপি নেতার পা ভেঙ্গে যায়। তাকে তাৎক্ষনিক নেতাকর্মীরা উদ্ধার করে প্রথমে স্থানীয় ইউনিক হাসপাতালে ভর্তি করে। তবে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে বলে নিশ্চিত করেছেন চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী। আহত শাহজাহান মনির চকরিয়া পৌরসভার ৩নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

সরেজমিনে জানা গেছে, বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে এদিন দুপুর থেকে দলীয় নেতাকর্মী আর সমর্থকরা ছিলেন রাজপথে। পাশাপাশি তাকে একনজর দেখার জন্য ব্যবসায়িসহ সর্বসাধারণ ছিলেন শহরের বহুতল ভবনের ও ছাদসহ আনাচে-কানাচে। উকি-ঝুঁকির কাতারেও কম ছিলনা মানুষের উপস্থিতি।

চকরিয়া-পেকুয়া উপজেলার দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণ চকরিয়ার প্রবেশদ্বার মহাসড়কের আজিজনগর থেকে শুরু করে হারবাং, বরইতলীর নতুন রাস্তা মাথা, বরইতলী একতাবাজার, বানিয়ারছড়া, ইসলামনগর, নলবিলা, জিদ্দাবাজার, মাতামুহুরী ব্রিজ, সড়ক ও জনপথ বিভাগ, চিরিঙ্গা পৌরশহর, থানা রাস্তার মাথা, বাস টার্মিনাল, ভাঙ্গারমুখ, মৌলভীরকুমবাজার, ফাঁসিয়াখালীর ভেন্ডিবাজার, হাসেরদিঘী, রিংভং দরগাহ রাস্তার মাথা, মালুমঘাট, মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ি, ডুলাহাজারা সাফারি পার্ক, ডুলাহাজারা কলেজ, ডুলাহাজারা বাজার, খুটাখালী ও ফুলছড়িসহ স্টেশনে স্টেশনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দীর্ঘক্ষন অপেক্ষা করে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিএনপি এবং সহযোগি সংগঠনের নেতাকর্মীরা বেগম খালেদা জিয়াকে অভ্যার্থনা জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।