কক্সবাজার সময় ডেস্কঃ মিয়ানমারে সেনাবাহিনীর অভিযানে গুলিবিদ্ধ ও বোমায় আহত তিন রোহিঙ্গা নাগরিক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছে।
রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত কক্সবাজার থেকে স্বজনরা তাদের চট্টগ্রামে নিয়ে আসেন। রোহিঙ্গা নাগরিকরা হলেন- মোহাম্মদ ইউনুছ (২২), কামাল (১৩) ও মোহাম্মদ আলম (৭০)।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন জানান, মিয়ানমারে গুলিবিদ্ধ এবং বোমায় আহত তিন রোহিঙ্গা নাগরিককে চমেকে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছে।
মিয়ানমারে সহিংস ঘটনা শুরুর পর থেকে এই পর্যন্ত দেড় শতাধিক রোহিঙ্গা নাগরিক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে এখনো ভর্তি রয়েছে ৩০ জনের বেশি রোহিঙ্গা নাগরিক।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।