রায়হান সিকদার,(লোহাগাড়া): সরকারীকরণে অন্তর্ভূক্ত হওয়া দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষামুলক প্রতিষ্টান দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের নামাজ পড়ার সুবিধার্থে একটি সুন্দর এবাদত খানা নির্মাণ করা হয়েছে।১৬ সেপ্টেম্বর সকালে বিদ্যালয়ের এবাদত খানা উদ্বোধন করা হয়।উক্ত এবাদত খানার শুভ উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সফল সভাপতি,বিদ্যালয়ের প্রতিষ্টাতা মরহুম আশরাফ আলী চৌধুরীর সুযোগ্য দৌহিত্র, তারুণ্যের অহংকার, বিশিষ্ট শিক্ষানুরাগী ও তরুণ সমাজসেবক শিল্পপতি ফোরকান উল্লাহ চৌধুরী।
অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার সমশুল আলম,বিদ্যালয়ের প্রতিষ্টাতা সদস্য প্রবীণ শিক্ষাবীদ মাষ্টার অলি উল্লাহ চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির প্রথম অভিভাবক সদস্য,লোহাগাড়া ওয়েল ফুডের স্বত্বাধিকারী, আমিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ কামাল উদ্দিন,বিদ্যালয়ের অভিভাবক সদস্য যথাক্রমে বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মোস্তাক আহমদ সওদাগর, সরওয়ার আকতার, আসাদুল ইসলাম,বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাষ্টার আকতার কামাল চৌধুরী,ব্যবসায়ী ফরমান উল্লাহ চৌধুরী,
আইটি শিক্ষক মাষ্টার হারুনুর রশিদ।এছাড়াও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দরা উপস্হিত ছিলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সফল সভাপতি,আলোকিত সমাজসেবক ও শিল্পপতি মোহাম্মদ ফোরকান উল্লাহ চৌধুরী বলেন,বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নকে আরো অগ্রসর করতে কাজ করে যাচ্ছি। বিদ্যালয়টি জাতীয়করণে অন্তর্ভুক্ত হওয়ায় তিনি আবারো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা,মাননীয় প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বীর বিক্রম পিএসসি ও সাতকানিয়া-লোহাগাড়ার মাননীয় সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপিকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।