৩৪ বিজিবি বর্ডার গার্ড ব্যাটালিয়ন ঘুৃমধুম বিওপির সদস্যরা জলপাইতলী সংলগ্ন করিডোর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ পণ্য জব্দ করেন। শুক্রবার সকাল ৯ টার দিকে ঘুমধুম বিওপি কমান্ডারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ-মায়ানমারের ঘুমধুম জলপাতলী সীমান্তে অভিযান চালিয়ে মিয়ানমারে উৎপাদিত নিষিদ্ধ পলিথিন, কারেন্ট জাল, রিচ কপি, চকলেট জব্দ করে। জব্দকৃত পণ্যগুলো শুক্রবার দুপুরে উখিয়াস্থ বালুখালী শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে। এ সময় বিজিবি সদস্যরা কাউকে আটক করতে পারেনি। জব্দকৃত মালামালের মুল্য ৫ লক্ষ ৮২ হাজার ১০০ শত টাকা বলে ঘুমধুম বিওপির নায়েব সুবেদার অাব্দুল হাকিম এ তথ্য নিশ্চিত করেন
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।