শফিক আজাদ(চীপ রিপোর্টার): উখিয়ার পাশ্ববর্তী ঘুমধুমের ২৬৮নং রেজু হেডম্যান পাড়ায় আটককৃত মাদক ছিনিয়ে নিতে ২জন পুলিশ সদস্যের উপস্থিতিতে গ্রাম পুলিশের উপর হামলা চালিয়ে জব্দকৃত মাদক ছিনিয়ে নিয়েছে পাচারকারীরা। এতে ৩ গ্রাম পুলিশ সদস্য আহত হয়েছে। আহতদেরকে উদ্বার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, মিয়ানমার জান্তা সরকার কর্তৃক নির্যাতনের শিকার এদেশে পালিয়ে এসেছে রাখাইনে বসবাসরত রোহিঙ্গা মুসলিম জনগোষ্টি। এসব রোহিঙ্গাদের মধ্যে মাদক পাচারকারীরাও চলে আসার কারনে এখন রাখাইনের উগ্রপন্থি সশস্ত্র রাখাইন যুবকেরা ওপার থেকে এপারে মাদকদ্রব্য পাচার করছে। গোপন সুত্রে সীমান্তের বিভিন্ন পয়েন্টে র্যাব-বিজিবি,পুলিশ অভিযান চালিয়ে গত ৩দিনের ব্যবধানে ১২জন মাদক ও সন্ত্রাসীকে আটক করেছে। শনিবার বিকেলে উপজেলার ঘুমধুম ও সোনাইছড়ি ইউনিয়নের মধ্যবর্তি এলাকার ২৬৮ নং রেজু মৌজা হেডম্যান পাড়া রাস্তা দিয়ে অবৈধ মাদক পাচারের উদ্দেশ্যে মজুদ করেছিল স্থানীয় কতিপয় মাদক পাচারকারী রাখাইন যুবকেরা। খবর পেয়ে ঘুমধুম পুলিশ ফাড়ির এএসআই সনেত এবং নিজামুদ্দিনের সাথে ঘুমধুম ইউনিয়নের দফাদার ছৈয়দ আলম গ্রাম পুলিশ হেলাল উদ্দিন, শামশুল আলম, বদিউর রহমানসহ আন্যান্য সদস্য অভিযান চালিয়ে মাদক আটক করে নিয়ে আসার সময়। নিরস্ত্র এসব পুলিশ ও গ্রাম পুলিশকে হামলা চালিয়ে জব্দ কৃত মাদকের চালান ছিনিয়ে নেয়। এসময় মাদক ব্যবসায়ীদের হামলায় দফাদার ছৈয়দ আলম (৩২)সহ অপরাপর ৩ জন চকৌদার আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
আহত দফাদার ছৈয়দ আলম অভিযোগ করে বলেন, থানা পুলিশের নির্দেশে মাদক জব্দ করলেও চোরা কারবারী সোনাইছড়ির মহিলা মেম্বার নুর নাহারের নির্দেশে রাখাইন যুবক মংতাইনছা, নিমংহা ,উক্যামং, ল্যাইজ্জা মং সহ ১৪/১৫ জন সিন্ডিকেট সদস্য হামলা চালিয়ে ৩৯ কার্টুন মাদকগুলো ছিনিয়ে নেয়। মাদকের মধ্যে ছিল বিয়ার, ডাইজিং, রামসহ বিভিন্ন প্রকার মিয়ানমারের তৈরি মদ। এ ঘটনায় দফাদার ছৈয়দ আলম বাদী হয়ে উক্ত মহিলা মেম্বার সহ ২৫ জনের বিরুদ্বে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা একটি অভিযোগ দায়ের করেছে।
এব্যাপারে জানতে চাইলে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ আলমগীর শেখ জানান, বিষয়টি খুবই নেক্কারজনক। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে মাদকপাচারকারী ও তাদের সহযোগিতাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।