ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক এস অাই অামিনুরের নেতৃত্বাধীন এ,এস,অাই জমির উদ্দিন- এ,এস,অাই সজিব সঙ্গীয় ফোর্সসহ ভোর সাড়ে ১২ বারোটার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রুর পশ্চিমকূলে বিশেষ অভিযান চালিয়ে জি অার ৮০/১৬ মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক অাসামী নবী হোছনের পুত্র মোঃ অালমগীরকে গ্রেপ্তার করে অাজ সকালে নাইক্ষ্যংছড়ি থানায় প্রেরণ করে। এসঅাই অামিনুর অভিযান ও গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বলেন ইয়াবা ব্যবসায়ীদের জম ও চৌকস পুলিশ অফিসার এস,অাই এরশাদ উল্লাহ ঘুমধুম তদন্ত কেন্দ্রে যোগদানের পর থেকে সীমান্তের বেশকিছু ইয়াবা-মাদক, চোরাচালানী ও ওয়ারেন্টভূক্ত দাগী অাসামী ঢাকা শহরে অাত্নগোপণে রয়েছে তাদেরকে ধরতে অভিযান চলমান থাকবে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।