২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চকরিয়া ডুলাহাজারায় অন্ধকার থেকে আলোর পথে অর্ধ শতাধীক পরিবার

cymera_20161202_193601-1
চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে পল্লী বিদ্যুতের আওতায় বেশকিছু নতুন সংযোগ কার্যক্রম শুরু করা হয়েছে। ইউনিয়নের ডুমখালী গ্রামে বিদ্যুৎ বলবত থাকলেও অধিকাংশ বসতবাড়ি ছিল বিদ্যুৎবিহীন অন্ধকারাচ্ছন্ন। বিদ্যুৎ ছিলো ওই এলাকার দীর্ঘ দিনের প্রানের দাবী। অবশেষে অন্ধকার থেকে আলো ফিরে পেতে যাচ্ছে অর্ধ শতাধীক পরিবার।
গতকাল ২ ডিসেম্বর শুক্রবার বিদ্যুৎ সংযোগের প্রাথমিক কার্যক্রম উদ্বোধন করেন ডুলাহাজারা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দেন। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে কক্সবাজার জেলা পল্লী বিদ্যুৎ সমিতি প্রায় ২৫লক্ষ টাকা ব্যয়ে বিদ্যুৎ সংযোগ স্থাপনের কাজটি উদ্যোগ নেয়।
উদ্বোধন কালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাইফুল এহেছান চৌং, ডুলাহাজারা (২নং ওয়ার্ড) ডুমখালী গ্রামের ইউপি সদস্য শাহাব উদ্দিন, সাংবাদিক এম.আর মাহাবুব, সাংবাদিক রুস্তম গণী মাহমুদ, মাষ্টার আনোয়ার হোছাইন, ডুলাহাজারা ইউনিয়ন বিএনপি নেতা নজির আহমদ, কক্সবাজার দক্ষিণ জেলা জামায়াত নেতা মোজাম্মল হক ও আওয়ামীলীগ নেতা রফিক মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ডুলাহাজারা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন বলেন ‘আমার ইউনিয়নবাসীর কল্যাণ মূলক কাজে এগিয়ে আসা সকলকে আমি শ্রদ্ধা জানাই আর এক্ষেত্রে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতিকে আমি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’
বিদ্যুতের নতুন সংযোগ কার্যক্রম শুরু হওয়ায় সহযোগীতাকারী ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ জানান ডুমখালী গ্রামের জনসাধারণ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।