১০ এপ্রিল, ২০২৫ | ২৭ চৈত্র, ১৪৩১ | ১১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত   ●  মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ

চকরিয়ায় অপহৃত কিশোরী চট্টগ্রামে উদ্ধার, গ্রেপ্তার ২

কক্সবাজারের চকরিয়া থেকে অপহৃত এক কিশোরীকে নগরীর বায়েজিদ থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় অপহরণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- চকরিয়ার পশ্চিমপাড়া এলাকার বশির আহমেদের ছেলে সাওয়াল করিম (২২) ও মৃত নূর আহমেদের ছেলে বশির আহমেদ।

মঙ্গলবার (১৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।

র‌্যাব জানায়, অপহৃত কিশোরী একটি স্কুলের শিক্ষার্থী ছিল। গ্রেপ্তার যুবক সাওয়াল করিম তাকে স্কুলে যাওয়া-আসার পথে প্রেমের প্রস্তাব দিয়ে নানাভাবে উত্যক্ত করতো। ওই শিক্ষার্থী বিষয়টি তার পরিবারাকে জানালে তারা ওই যুবকের পরিবারে তা অবগত করে। এতে ওই যুবক ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয় তার বাবাকে। গত ১ জুন রাত সাড়ে ৮টায় ভিকটিমের বাবা-মা তার খালার বাড়িতে বেড়াতে যায়। এ সময় সাওয়াল নামে ওই যুবক আরও দুই থেকে তিনজন সহযোগীসহ ভিকটিমকে তার বাড়ি থেকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। এ ঘটনায় চকরিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার নূরুল আবছার জানান, এ ঘটনায় গতকাল গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ থানাধীন বাংলাবাজার এলাকা থেকে চক্রের মূলহোতা সাওয়াল করিমকে তার আরেক সহযোগীসহ গ্রেপ্তার করা হয়। এ সময় অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার সাওয়াল করিম ২০১৮ সালে দুইজন নাবালিকাকে অপহরণ করেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়। তার বিরুদ্ধে চকরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনটি মামলা রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।