কক্সবাজারের চকরিয়ায় বনবিভাগের অভিযানে সামাজিক বনায়ন দখল করে নির্মিত অন্তত ১০টি অবৈধ বসতি উচ্ছেদ করা হয়েছে।
সোমবার সকাল দশটার দিকে শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত টানা চারঘন্টা ব্যাপী এ অভিযানটি পরিচালনা করা হয় চট্টগ্রাম দক্ষিন বনবিভাগের চুনতী রেঞ্জের চকরিয়া উপজেলার বরইতলী বনবিট এলাকায়।
অভিযানে নেতৃত্ব দেন চুনতী রেঞ্জ কর্মকর্তা মো.মিজানুর রহমান ও হারবাং বনবিট কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ বনবিভাগের বিপুল সংখ্যক বনকর্মী।
অপরদিকে রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে অপর একটি অভিযানে বরইতলী বনবিট এলাকা থেকে কাটা অবস্থায় চোরাই ১৫ টুকরো গর্জন গাছ উদ্ধার করা হয়েছে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে চুনতী রেঞ্জ কর্মকর্তা মো.মিজানুর রহমান বলেন, বরইতলী বনবিট এলাকার সামাজিক বনায়নের জায়গা দখল করে একটি চক্র বিপুল পরিমাণ অবৈধ বসতি নির্মাণ করে।
ঘটনাটি ভুক্তভোগী উপকারীরা স্থানীয় বনবিভাগকে জানালে এরই প্রেক্ষিতে সোমবার সকালে অভিযান চালিয়ে বরইতলী বনবিট এলাকার সামাজিক বনাঞ্চল এবং বেত বাগান এলাকা থেকে অন্তত ১০টি অবৈধ বসতি উচ্ছেদ করা হয়।
তিনি বলেন, বরইতলী ও হারবাং বনবিটের অবৈধ বসতি গুলো উচ্ছেদে অল্প কিছুদিনের মধ্যে ট্রান্সফোর্সের মাধ্যমে বড় ধরণের অভিযান পরিচালনা করা হবে। তাঁর নেতৃত্বে অপর একটি অভিযানে বরইতলী বনবিট এলাকা থেকে কাটাবস্থায় অন্তত ১৫ টুকরো গর্জন গাছ উদ্ধার করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন রেঞ্জ কর্মকর্তা।
স্থানীয় সুত্রে জানা গেছে, ২০০৯-১০অর্থবছরে চট্টগ্রাম দক্ষিন বনবিভাগের চুনতী রেঞ্জের অধীন চকরিয়া উপজেলার বরইতলী বনবিটের পক্ষ থেকে সামাজিক বনায়নের আওতায় ৩৫ হেক্টর উটলগ বাগান সৃজন করে ইউনিয়নের ভুমিহীন ১১টি পরিবারকে অংশিদার করা হয়।
গাছ রোপনের পর সম্পাদিত চুক্তির মাধ্যমে বরইতলী মৌজার ১৪৬৩৯ ও ১৫০৩৮ নম্বর বিএস দাগের উল্লেখিত জায়গা প্লট আকারে বরাদ্ধ দেয়া হয় স্থানীয় ভুমিহীন মৃত গোলাম কাদেরের ছেলে আহমদ হোসেন, মৃত আনোয়ার হোসেনের ছেলে আবদুল খালেক, মৃত মোজাফ্ফর আহমদের ছেলে আবদুল হাকিম, মৃত ওসমান গনীর ছেলে হামিদুল ইসলাম, আজিজুর রহমানের ছেলে জসীম উদ্দিন, মৃত আবদুর রহমানের ছেলে মোহাম্মদ উল্লাহ, মৃত কবির আহমদের ছেলে সরফুদ্দিন, লাল মিয়ার ছেলে মোজাফফ্র আহমদ, জ্যো¯œাময় দে’র ছেলে জগদিস দে, মৃত দেবেন্দ্র ঘোষের ছেলে ঝুনু কুমার ঘোষ ও মোহাম্মদ আবদুল্লাহ’র স্ত্রী রওশন আক্তারকে।
ভুক্তভোগী উপকারভোগীরা জানান, বনায়ন সৃজনের পর রক্ষনাবেক্ষনের কারনে প্রায় ৫বছরের ব্যবধানে প্রতিটি প্লটে গাছ গুলো অনেক বড় হয়েছে। ইতোমধ্যে স্থানীয় একটি প্রভাবশালী চক্র তাদের বনায়নের ওই জায়গা জবরদখলের জন্য নানাভাবে তোড়জোড় চালাতে চেষ্টা করে।
সর্বশেষ চলতিবছরের ৩১ অক্টোবর অভিযুক্ত প্রভাবশালী চক্রটি ভাড়াটে লোকজন জড়ো করে উপকারভোগীদের বনায়নে হানা দেয়। এসময় তাঁরা একে একে সব কটি বনায়নের সৃজিত হাজার হাজার রকমারি গাছ কেটে লুটে নেয়ার পর জায়গা গুলো জবরদখলে নেয়। পরে দখলে নেয়া ওই জায়গায় প্রভাবশালী চক্রটি প্লট আকারে বিক্রি করছে, আর তাতে রাতারাতি তৈরী করা হচ্ছে নতুন নতুন অবৈধ বসতি।
বনায়নের গাছ কেটে লুট ও জায়গা দখলের ঘটনায় গত ২ নভেম্বর চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে দুটি নালিশী মামলা দায়ের করেন বনায়নের উপকারভোগী বরইতলী ইউনিয়নের মাইজপাড়া গ্রামের মৃত কবির আহমদের ছেলে সরফুদ্দিন ও বরইতলী হিন্দুপাড়া গ্রামের জ্যো¯œাময় দে’র ছেলে জগদীশ দে।
দুটি মামলায় গাছ কাটা ও জায়গা দখলের ঘটনার সাথে অভিযুক্ত করা হয়েছে সাতজনকে। তাঁরা হলেন বরইতলী ইউনিয়নের একতাবাজারস্থ খয়রাতীপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে মোবাশে^র আহমদ, আহমদ হোসেন চৌকিদারের ছেলে নুরুল হক ছুট্টো, আকবর আহমদের ছেলে শিবির নেতা হাফেজ আবদুল করিম, আলী হোসেনের ছেলে শিবির নেতা হাফেজ নুর আহমদ, এরশাদ উল্লাহ’র ছেলে আহসান উল্লাহ, মোজাহেরপাড়া গ্রামের মোবারক আলীর ছেলে শিবির নেতা হাফেজ মিজানুর রহমান, মাইজপাড়া গ্রামের আবুল হাশের ছেলে আমজাদ হোসেন বাবুল।
মামলার আর্জিতে দুই বাদি দাবি করেন, অভিযুক্তরা বনায়নের জায়গা দখলের জন্য গাছ কেটে লুট করে। পরে জায়গা দখলে নেয়। এতে উপকারভোগী ১১টি ভুমিহীন পরিবারের প্রায় ২৭ লাখ ৫০ হাজার টাকার ক্ষতিসাধন হয়েছে।
বাদির অভিযোগ আমলে নিয়ে আদালতের বিচারক এব্যাপারে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য চকরিয়া থানার ওসিকে নির্দেশ দেন।
মামলার বাদি সরফুদ্দিন ও জগদীশ দে জানান, আদালতের নির্দেশে বর্তমানে মামলা দুটি তদন্ত করছেন হারবাং পুলিশ ফাড়ির আইসি এসআই আলমগীর আলম।
ভুক্তভোগী উপকারভোগীরা জানিয়েছেন, রোববার ৯ জানুয়ারী বনবিভাগের অভিযানে বরইতলী বনবিটের সামাজিক বনায়ন এলাকার বেশ কিছু অবৈধ বসতি উচ্ছেদ করা হয়েছে। কিন্তু এখনো বেশির ভাগ নতুন ভাবে তৈরী করা বসতি বহাল রয়ে গেছে।
এ অবস্থায় ভুক্তভোগীরা এসব অবৈধ বসতি উচ্ছেদপুর্বক তাদের বনায়ন উদ্ধারে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।