২৭ এপ্রিল, ২০২৫ | ১৪ বৈশাখ, ১৪৩২ | ২৮ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন

চকরিয়ায় সনাক-টিআইবি উদ্যোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সক্রিয় ‘মা’ ফোরাম গঠন


চকরিয়ায় “প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে চাই স্ব”ছতা ও জবাবদিহিতা” এই স্লোগানে প্রাথমিক বিদ্যালয়ে স্ব”ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য মা’দের নিয়ে সক্রিয় মা ফোরাম গঠনের লক্ষ্যে এক সভা বৃস্পতিবার বেলা এগারটায় উপজেলার পশ্চিম কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতিবিরোধী সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি উক্ত সভাটি আয়োজন করে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাছিনা বেগমের সভাপতিত্বে সভায় সক্রিয় মা ফোরাম গঠনের উদ্দেশ্য আলোচনা করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার মো. জসিম উদ্দিন। সভায় উপস্থিত মায়েরা পশ্চিম কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইতিবাচক পরিবর্তন, স্বে”ছাসেবার ভিত্তিতে বিদ্যালয়ের স্বার্থে কাজ করা, বিদ্যালয়ে স্ব”ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং সন্তানের পড়ালেখার মানোন্নয়নে ভূমিকা রাখতে আগ্রহ প্রকাশ করেন। সভায় অংশগ্রহণকারি মায়েরা বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে সো”চার হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় অংশগ্রহণকারিদের মধ্য থেকে বাছাইকৃত এবং স্বে”ছাসেবার ভিত্তিতে কাজ করতে আগ্রহী ২১ জন মা নিয়ে সক্রিয় মা ফোরাম গঠন করা হয়। আগামী এক বছর এ কমিটি দায়িত্ব পালন করবেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ¯’ানীয় ইউপি সদস্য আবুল কালাম এবং মা’দের পক্ষ থেকে বক্তব্য রাখেন পারভিন আকতার, জোবেদা বেগম, জেসমিন আক্তার প্রমুখ। #

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।