২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চকরিয়ায় সনাক-টিআইবি উদ্যোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সক্রিয় ‘মা’ ফোরাম গঠন


চকরিয়ায় “প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে চাই স্ব”ছতা ও জবাবদিহিতা” এই স্লোগানে প্রাথমিক বিদ্যালয়ে স্ব”ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য মা’দের নিয়ে সক্রিয় মা ফোরাম গঠনের লক্ষ্যে এক সভা বৃস্পতিবার বেলা এগারটায় উপজেলার পশ্চিম কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতিবিরোধী সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি উক্ত সভাটি আয়োজন করে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাছিনা বেগমের সভাপতিত্বে সভায় সক্রিয় মা ফোরাম গঠনের উদ্দেশ্য আলোচনা করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার মো. জসিম উদ্দিন। সভায় উপস্থিত মায়েরা পশ্চিম কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইতিবাচক পরিবর্তন, স্বে”ছাসেবার ভিত্তিতে বিদ্যালয়ের স্বার্থে কাজ করা, বিদ্যালয়ে স্ব”ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং সন্তানের পড়ালেখার মানোন্নয়নে ভূমিকা রাখতে আগ্রহ প্রকাশ করেন। সভায় অংশগ্রহণকারি মায়েরা বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে সো”চার হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় অংশগ্রহণকারিদের মধ্য থেকে বাছাইকৃত এবং স্বে”ছাসেবার ভিত্তিতে কাজ করতে আগ্রহী ২১ জন মা নিয়ে সক্রিয় মা ফোরাম গঠন করা হয়। আগামী এক বছর এ কমিটি দায়িত্ব পালন করবেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ¯’ানীয় ইউপি সদস্য আবুল কালাম এবং মা’দের পক্ষ থেকে বক্তব্য রাখেন পারভিন আকতার, জোবেদা বেগম, জেসমিন আক্তার প্রমুখ। #

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।