২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

চকরিয়ার কলেজছাত্র মোর্শেদ আলী হত্যার পরিকল্পনাকারী গ্রেপ্তার

ck13-mdr-640x351কক্সবাজারের চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র মোর্শেদ আলী হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী জাফর আলমকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শনিবার রাতে উপজেলার চিরিংগাস্থ জনতা মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাফর আলম চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের জনতা মার্কেট এলাকার মৃত মোজাহের আহমদ কোম্পানীর ছেলে। এই জাফর এলাকায় ভূমিদুস্য হিসেবেও পরিচিত।

পিবিআই কক্সবাজার অফিস সূত্র জানায়, গ্রেপ্তারকৃত জাফর আলমের বিরুদ্ধে হত্যাকাণ্ড ছাড়াও ভূমিদস্যুতা ও মানবপাচারের অভিযোগ রয়েছে। জাফর আলম বিভিন্ন এলাকার সরকারি জমি দখলকারী দরিদ্র লোকজনকে তার বাহিনী দ্বারা ভয়ভীতি, নির্যাতন ও মামলা মোকদ্দমায় জড়িয়ে উচ্ছেদ করে চকরিয়া, পেকুয়া ও বান্দরবানের লামা উপজেলায় শত শত একর সরকারি জায়গা দখলে রেখেছে। সেখানে একাধিক বাগান বাড়ি নির্মাণ এবং মৎস প্রজেক্ট তৈরী করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চকরিয়ার বরইতলী ইউনিয়নের চাঁন্দের বাপের পাড়া গ্রামের আলী হোসেনের ছেলে চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের বিবিএ পড়ুয়া ছাত্র মোর্শেদ আলী। তিনি বরইতলি ইউনিয়নের মাহমুদ নগর পাহাড়তলী এলাকায় দু’বছর আগে বনবিভাগের আনুমানিক দুই কানি পাহাড়ী জমি অবৈধভাবে ঘেরাও দিয়ে একটি দোচালা ঘর নির্মাণ করেন। কিন্তু গ্রেপ্তারকৃত জাফর আলম উক্ত জমি কিনতে মোর্শেদকে চাপ সৃষ্টি করে। এক পর্যায়ে প্রাণনাশের হুমকির মুখে মোর্শেদ আলী দেড়কানি জমি জাফর আলমকে দু’লাখ টাকায় বিক্রি করতে রাজি হয়।

এদিকে জাফর কয়েক দফায় মোর্শেদকে ১ লাখ ৪৮ হাজার টাকা দেয়। পরবর্তীতে মোর্শেদ আলী বাজার মূল্যে উক্ত জমির দাম ছয় লাখ টাকার বেশি হবে দাবি করে জাফর আলমকে জমি দিতে অস্বীকৃতি জানায়। এতে জাফর আলম ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার পরিকল্পনা করেন।

এরই ধারাবাহিকতায় চলতি বছরের ৩ মার্চ সন্ধ্যায় জাফর আলমের নির্দেশে জসিম উদ্দিনের নেতৃত্বে অন্তত ২৫ জন মিলে মোর্শেদ আলীকে মারধর করে। পরে দ্রুত উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নেওয়ার পথে মোর্শেদ মারা যায়।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন কক্সবাজার জেলা টিমের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল আরিফ গ্রেপ্তারের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোর্শেদ হত্যার ঘটনায় ৪ মার্চ সংশ্লিষ্ট আইনে চকরিয়া থানায় মামলা হয়। এই মামলাটি বর্তমানে পিবিআই তদন্ত করছে। গ্রেপ্তারকৃত জাফর আলমই এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে তদন্তে উঠে এসেছে। ইতিপূর্বে এই মামলার অন্যতম আসামী জসিম উদ্দিনকেও পিবিআই গ্রেপ্তার করে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।