বার্তা পরিবেশক :
কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ সোমবার সকালে (২৯ জানুয়ারি) পরিদর্শন করেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় কর্তৃক নির্মিতব্য চকরিয়ার সাহারবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রামপুর জলদাস পাড়া রোড হয়ে মাদরাসা পাড়া সড়ক ভায়া উমখালী পর্যন্ত এইচবিবি দ্বারা সড়ক উন্নয়নের কাজ।
এমপি জাফর আলমের বিশেষ বরাদ্দের পরিপ্রেক্ষিতে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরের অধীনে নির্মিতব্য এই সড়কটির নির্মাণকাজ সম্পন্ন হলে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন সাধিত হবে বলে মনে করছেন স্থানীয় উপকারভোগী জনগণ।
প্রায় ৬৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিতব্য সড়কটির উন্নয়নকাজ পরিদর্শনের সময় এমপি জাফর আলমের সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাসিম হোসেন, সাহারবিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এই প্রসঙ্গে সাহারবিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী বলেন, ‘দীর্ঘ দুই যুগ ধরে সাহারবিল ইউনিয়নের আপামর মানুষ অনুন্নত যোগাযোগ ব্যবস্থার মধ্যে দুর্বিষহ জীবন-যাপন করেছেন। আমি জনগণের প্রত্যক্ষ ভোটে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর গত একবছরে সড়ক যোগাযোগ উন্নয়নে আমূল পরিবর্তন সাধিত হয়েছে। এরই ধারাবাহিকতায় আমার আবেদনের পরিপ্রেক্ষিতে মাননীয় এমপি জাফর আলম মহোদয় বিশেষ বরাদ্দ দিয়ে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে সড়কটির উন্নয়ন কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। আশা করছি- সড়কটি পুরোপুরি নির্মিত হয়ে গেলে যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে।’
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।