১৯ এপ্রিল, ২০২৫ | ৬ বৈশাখ, ১৪৩২ | ২০ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

চকরিয়া কেন্দ্রীয় জেতবন বৌদ্ধবিহারে আর্থিক অনুদান দিলেন এমপি জাফর

বার্তা পরিবেশক:

কক্সবাজারের চকরিয়া পৌরসভার নিজপানখালী বড়ুয়া পাড়াস্থ চকরিয়া কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে আয়োজিত কঠিন চীবর দান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ।
সোমবার (৩১ অক্টোবর) বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে আর্থিকভাবে নগদ ৫০ হাজার টাকার অনুদানও দিয়েছেন তিনি।

বিহার পরিচালনা কমিটি আয়োজিত কঠিন চীবর দান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি জাফর আলম বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেন আজ বাংলাদেশ বিশ্ব দরবারে অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে ধর্ম যার যার হিসেবে সকল সম্প্রদায় সাড়ম্বরে ধর্মীয় উৎসব পালন করে থাকেন। চকরিয়া-পেকুয়াতেও এই অসাম্প্রদায়িক ধারা অব্যাহতভাবে চলে আসছে শতবছর ধরে। আগামীতেও অসাম্প্রদায়িক চকরিয়া-পেকুয়া বজায় থাকবে।

এমপি জাফর আলম আরো বলেন, ‘চকরিয়া-পেকুয়ার মানুষ অসাম্প্রদায়িক। তাই এখানে সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। তবে ধর্মের নামে যারা রাজনীতি করে থাকেন তারা মাঝেমধ্যে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপপ্রয়াস চালানোর চেষ্টা করেন। সেই সাম্প্রদায়িক অপশক্তিকে কঠোরভাবে দমনে কাজ করছে বর্তমান সরকার।
এমপি জাফর আলম উপস্থিত বৌদ্ধ ধর্মীয় ভিক্ষুসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দদের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আগামীতে সাম্প্রদায়িক অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করবে। তাই সবাইকে সবসময় সজাগ দৃষ্টি রাখতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরাও সবসময় সতর্ক পাহারায় রয়েছে সাম্প্রদায়িক অপশক্তিকে বিনাশ করতে। অতএব সারাদেশের ন্যায় চকরিয়া-পেকুয়াতেও সব ধর্মের মানুষ স্ব স্ব ধর্ম সাড়ম্বরে পালন করবে। এটাই হচ্ছে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক চাওয়া।

আলোচনা সভায় বৌদ্ধ ধর্মীয় বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তন্মধ্যে চকরিয়া কলেজের অধ্যক্ষ পদ্মলোচন বড়ুয়া, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা রাহুল বড়ুয়াসহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।