২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

চকরিয়ার কৃতিসন্তান সেলিম আসলাম সোহেল চট্টগ্রাম বিভাগীয় শেখ কামাল স্মৃতি সংসদ সভাপতি নির্বাচিত

চকরিয়া উপজেলার কৃতিসন্তান ঢেমুশিয়া ক্রীড়া সংস্থা ও ঢেমুশিয়া জিন্নাত আলী চৌধুরী হাইস্কুল পরিচালনা কমিটির সভাপতি দক্ষ ক্রীড়া সংগঠক সেলিম আসলাম চৌধুরী সোহেল এবার চট্টগ্রাম বিভাগীয় শেখ কামাল স্মৃতি সংসদের সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে চট্টগ্রাম স্পোটস একাডেমী, তরিকত সংগঠন মাইজভান্ডারীয়া রহমানিয়া জমাত চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি ও চট্টগ্রাম আবাহনী লিমিটেডের ক্রিকেট কমিটির যুগ্ন সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। ইতোপুর্বে তিনি দায়িত্ব পালন করেছেন চট্টগ্রাম মহানগরী আবাহনীর সমর্থক গোষ্ঠীর সাধারণ সম্পাদক পদে।
ক্রীড়া সংগঠক সেলিম আসলাম চৌধুরী সোহেল কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া জিন্নাত আলী চৌধুরী হাই স্কুলের প্রতিষ্ঠাতা জমিদার মরহুম আলহাজ জামাল উদ্দিন চৌধুরী (প্রকাশ মাইজ্যা মিয়া), সাবেক চেয়ারম্যান ও প্রবীণ জমিদার আলহাজ বারেক আহমদ চৌধুরীর নাতী।
সেলিম আসলাম চট্টগ্রামের বিপনী বিতান ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ এস.এম ছাইফুদ্দিন আহমদ চৌধুরীর বড় ছেলে। বর্তমানে তিনি গ্রীন ডেল্টা ইন্সুরেন্স কোম্পানীর সিনিয়র ভাইস প্রেসিডেন্স হিসেবে কর্মরত। গ্রীন ডেল্টা ইন্সুরেন্স কোম্পানীর এর উপদেষ্টা ফাউন্ডিং ম্যানেজিং ডিরেক্টর লিজেন্ড অব ইন্সুরেন্স নাসির এ চৌধুরীর অত্যন্ত আস্থাভাজন কর্মকর্তা সেলিম আসলাম সোহেল। তিনি একাধারে সাবেক ফুটবলার ও সাবেক ক্রিকেটার হিসেবে মাঠে যেমন ছন্দ তুলেছেন, তেমনি চট্টগ্রাম আবাহনী প্রতিষ্ঠা লগ্ন থেকে ক্লাবটির উন্নয়ন এবং তারকা খেলোয়াড় বির্নিমানে কাজ করে দক্ষ সংগঠকের পরিচয় দিয়েছেন। যেই কারনে ক্রীড়াঙ্গনে আবাহনীর ছেলে হিসেবে নিজেকে খ্যাতির অনন্য স্থানে নিতে যেতে সক্ষম হয়েছেন। এদিকে ক্রীড়া সংগঠক সেলিম আসলাম চৌধুরী সোহেল চট্টগ্রাম বিভাগীয় শেখ কামাল স্মৃতি সংসদের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম আবাহনী লিমিটেডের চেয়ারম্যান এম.এ লতিফ এম.পি মহাসচিব শামশুল হক চৌধুরী এম.পি, দক্ষিণ জেলাআওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, চকরিয়া উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম, কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু ও ঢেমুশিয়া ইউনিয়নের সর্বস্থরের জনসাধারণ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।