প্রেস বিজ্ঞপ্তিঃ কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী সেতু সংস্কার ও দ্রুত দ্বিতীয় মাতামুহুরী সেতু নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) চকরিয়া উপজেলা শাখা। গতকাল সোমবার দুপুরে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই’র উপদেষ্টা শেখ মোহাম্মদ হানিফ, আজিজুল হক, সভাপতি সোহেল মাহমুদ, সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ, সহসভাপতি বেলায়েত হোসেন, এস এম সেলিম ও আবদু রহিম।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ১৯৬০ সালে নির্মিত মাতামুহুরী সেতু অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যেকোনো মুহুর্তে ধ্বসে পড়ে ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে। একই সঙ্গে পর্যটন শহর কক্সবাজারের সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ হয়ে যাবে। তাই দ্রুত এ সেতুটি সংস্কার ও দ্বিতীয় মাতামুহুরী সেতু নির্মাণ করতে হবে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।