২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চকরিয়ায় আওয়ামী লীগের উদ্যোগে ৫ হাজার মানুষের গণভোজসহ ব্যাপক কর্মসূচী

বিশেষ প্রতিবেদক:

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ব্যাপক কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল সাতটা থেকে চকরিয়ার বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্নারে তিন শতাধিক আলেম–ওলেমার সমন্বয়ে সকাল ৭ ঘটিকায় খতমে কোরআন, ৮.৩০ ঘটিকায় চিরিঙ্গা প্রধান সড়কে শোক র্যালী। সকাল ১০ ঘটিকায় থানা রাস্তার মাথায় উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত হবে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল। এর পর শুরু হবে হয়েছে গণভোজের। ৫ হাজার মুসলিম এবং আলাদা পরিসরে ১ হাজার ৫ শত হিন্দু সম্প্রদায়ের জন্য গণভোজের আয়োজন রয়েছে। এজন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গণভোজের আয়োজন চলবে থানার রাস্তার মাথার সিস্টেম কমপ্লেক্সে।

এমপির ব্যক্তিগত সহকারী আমিন চৌধুরী জানিয়েছেন– উপরোক্ত কর্মসূচী ছাড়াও কক্সবাজার–১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এম এ এর ব্যক্তিগত পক্ষ থেকে উপজেলার অধীনস্থ ১২টি ইউনিয়ন এবং চকরিয়া পৌরসভার জন্য আলাদাভাবে গণভোজের আয়োজন। তাছাড়া বদরখালী ইউনিয়ন ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের জন্য রয়েছে ব্যাপক প্রস্তুতি।সেই গণভোজের জন্য সকল ইউনিয়ন আওয়ামীলীগের জন্য ইতোমধ্যে ১ লক্ষ, ৮০ হাজার এব্ং ৫০ হাজার করে টাকাও বরাদ্দ দেওয়া হয়েছে স্ব স্ব ইউনিটের দায়িত্বশীল নেতৃবৃন্দের হাতে।

আমিন চৌধুরী আরো জানান– ১৫ আগষ্ট উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রথমদিনে ৫ হাজার মুসলিম এবং ১ হাজার ৫০০ শত হিন্দু সম্প্রদায়ের জন্য গণভোজের আয়োজনে ইতোমধ্যে সাত লক্ষ টাকায় তিনটি বড় সাইজের গরু , একটি মহিষ এবং ২ লক্ষ ১১ হাজার টাকায় প্রয়োজনীয় ছাগল ক্রয় করা হয়। যেখানে উপস্থিত হওয়ার জন্য নির্দিষ্ট করে নির্দেশনা দেওয়া হয়েছে পৌরসভা আওয়ামী লীগ, লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগ, চিরিঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ ও ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগকে। একইদিন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা এবং পেকুয়া আওয়ামী লীগের উদ্যোগে ও বিশাল গণভোজের আয়োজন চলবে। মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম চৌধুরী বাবলাসহ সংশ্লিষ্টরা এই গণভোজের আয়োজন করেছে। সেখানে এমপি জাফর আলমের পক্ষ থেকেও আর্থিকভাবে যথাযথ সহায়তা দেওয়া হয়েছে। নগদ ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে মাতামুহুরীর নিয়ন্ত্রণাধীন বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগকেও।

জাতীয় শোক দিবসের সকল অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি–পেশার দায়িত্বশীল নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিতথাকার অনুরোধ জানিয়েছেন কক্সবাজার–১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজজাফর আলম এমএ এবং সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।