২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চকরিয়ায় উপকুলীয় সাত ইউনিয়নের জনবসতি এখনো কয়েক ফুট পানিতে

Picture Chakaria
চকরিয়ায় টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে এবার ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে উপজেলার উপকুলীয় অঞ্চলের বেশির ভাগ জনপদ। বানের পানিতে ভাসছে এ অঞ্চলের কোণাখালী, বিএমচর, পুর্ববড় ভেওলা, পশ্চিম বড় ভেওলা, ঢেমুশিয়া, বদরখালী ও সাহারবিলসহ সাত ইউনিয়নের বির্স্তীন এলাকা। এসব এলাকার বন্যাদুর্গত লোকজন পরিবার সদস্যদের নিয়ে আশ্রয় নিয়েছেন আঞ্চলিক মহাসড়কের উপর। বেশির ভাগ পরিবার পলিটিনের ঝুঁপড়ি তৈরী করে সেখানে বসবাস করছেন কয়েকদিন ধরে।
উপজেলার কোণাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার, বিএমচর ইউপি চেয়ারম্যান বদিউল আলম ও ঢেমুশিয়া ইউপি চেয়ারম্যান রোস্তম আলী জানিয়েছেন, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারনে মাতামুহুরী নদীর পানি বর্তমানে নীচে নেমে গিয়ে তাদের ইউনিয়নের বেশির ভাগ এলাকায় সয়লাভ হয়ে পড়েছে। পানিবন্দি হয়ে পড়েছে এসব ইউনিয়নের হাজার হাজার পরিবার। পানিতে ভেসে গেছে বিপুল পরিমাণ মৎস্য প্রকল্পের মাছ। তলিয়ে গেছে ক্ষেতের ফসল ও বীজতলা। বন্ধ রয়েছে আভ্যন্তরিণ এলাকার সড়ক যোগাযোগ। বসতবাড়ি ও টিউবওয়েল পানিতে নিমজ্জিত থাকায় দুর্গত এলাকায় বিশুদ্ধ খাবার পানি ও রান্না করা খাবার নিয়ে চরম সংকটে পড়েছে উপকুলের বেশির লোকজন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো.আহসান উল্লাহ বলেন, চকরিয়া উপজেলার বন্যাদুর্গত এলাকার জন্য জেলা প্রশাসনের দেয়া ৪০ মেট্রিক টন চাউল রোববার উপজেলার আঠার ইউনিয়নে জনপ্রতিনিধিদের মাধ্যমে দুর্গতদের মাঝে বিতরণ করা হয়েছে। এর আগে বিতরণ করা করা হয়েছে বরাদ্ধের ৩৫ বস্তা চিড়া, ৪৩ বস্তা মুড়ি ও ৩০ কার্টুন গুড়। তিনি বলেন, উপজেলার প্রত্যেক ইউনিয়নে ক্ষয়ক্ষতি নিরুপনের জন্য সমীক্ষা চলছে। এব্যাপারে সকল ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার ১১টি ইউনিয়নের লোকজন কমবেশি বন্যা মুক্ত হলেও উপকুলীয় অঞ্চলের সাত ইউনিয়নের মানুষ নতুন করে বন্যা কবলিত হয়ে পড়েছেন। রোববার দুপুরে বন্যাদুর্গত এসব এলাকা পরিদর্শন করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদুল আলম। এসময় তিনি উপজেলার বরইতলী, হারবাং, কোণাখালী, বদরখালী ও পশ্চিম বড়ভেওলা ইউনিয়নে দুর্গত লোকজনের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ইউএনও বলেন, বন্যার ক্ষয়ক্ষতি নিরুপন করে এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য ইতোমধ্যে জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।