৮ মে, ২০২৫ | ২৫ বৈশাখ, ১৪৩২ | ৯ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা

চকরিয়ায় কলেজের নিরাপত্তাকর্মী ছিনতাইয়ের শিকার, মোবাইল লুট

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া উপজেলার ডুলাহাজারা কলেজের নিরাপত্তাকর্মী আবু তাহের (৫২) ছিনতাইয়ের শিকার হয়েছে। সোমবার রাত আনুমানিক দশটার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের কলেজ গেইট এলাকায় ঘটেছে এ ছিনতাইয়ের ঘটনা। ঘটনার সময় নিরাপত্তাকর্মীকে মারধর করে তার ১৫ হাজার টাকা দামের মোবাইল সেট ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।
ডুলাহাজারা কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত নিরাপত্তাকর্মী আবু তাহের ডুলাহাজারা ইউনিয়নের বালুচর এলাকার মৃত গুরা মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে ডুলাহাজারা কলেজে নাইট গার্ড (নিরাপত্তাকর্মী) হিসেবে কর্মরত আছেন।

ছিনতাইয়ের শিকার আবু তাহের জানান, প্রতিদিনের মতো ডিউটি করতে রাত সাড়ে ৯টার দিকে কলেজ গেইট এলাকায় পৌঁছলে কয়েকজন যুবক আমার গতিরোধ করে। এসময় তারা আমাকে মারধর করে হাতে থাকা মোবাইল সেট ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। রাতের অন্ধকারে তাদের ছিনতে না পারলেও এলাকার কিছু বখাটে ছেলেরা হয়তো এ ঘটনা ঘটিয়েছে বলে ধারনা করা হচ্ছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ছিনতাইয়ের ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। তবে অভিযোগ পেলে ঘটনার সাথে কারা জড়িত খুঁজে বের করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।