২৬ নভেম্বর, ২০২৪ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

চকরিয়ায় ক্ষতিগ্রস্থ পরিবারের নগদ টাকা বিতরণ করলেন জাফর আলম

চকরিয়ায় বদরখালীতে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবার সদস্যদের হাতে নগত টাকা তুলে দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান।

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়ায় তিনমাসে আগে সংগঠিত ঘুর্ণিঝড় মোড়া তান্ডবে ক্ষতিগ্রস্থ ৩৬০ পরিবারের মাঝে নগদ টাকা বিতরণ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার বদরখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা খাইরুল বশরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থ এসব পরিবারের হাতে নগদ চার হাজার টাকা করে বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান।
কক্সবাজারের এনজিও সংস্থা মুক্তির আয়োজনে ও অর্থায়নে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ঘুর্ণিঝড় মোড়া তান্ডবে ক্ষতিগ্রস্থ ৩৬০ পরিবারের মাঝে নগদ টাকা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম আজাদ। এছাড়া উপস্থিত ছিলেন মুক্তি এনজিও সংস্থার কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সকল সদস্য, ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং এলাকার সুধীজন।
বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল বশর বলেন, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলামের সার্বিক সহযোগিতায় তাঁর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ঘুর্ণিঝড় মোড়া তান্ডবে ক্ষতিগ্রস্থ ৩৬০টি পরিবারকে উপকারভোগী হিসেবে চিহিৃত করে এনজিও সংস্থা মুক্তি। গতকাল আনুষ্ঠানিকভাবে ৩৬০টি পরিবারের মাঝে শর্তহীনভাবে নগদ চার হাজার টাকা করে মোট ১৪ লাখ ৪০ হাজার টাকা বিতরণ করা হয়। একইভাবে দ্বিতীয় কিস্তিতে কাজের বিনিময়ে উক্ত ৩৬০টি পরিবারের মাঝে আরো চার হাজার টাকা করে বিতরণ করবে এনজিও সংস্থা মুক্তি।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলম বলেন, চকরিয়া উপজেলার ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্থ সকল পরিবারকে পর্যায়ক্রমে সহযোগিতা করা হবে। সরকারি বরাদ্দের পাশাপাশি বিভিন্ন এনজিও সংস্থার মাধ্যমে বেশির ভাগ ইউনিয়নে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ইতোমধ্যে অনুদানের টাকা বিতরণ করা হয়েছে। আগামীতেও ক্ষতিগ্রস্থ এসব পরিবারের মাঝে নগদ টাকা ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। তিনি বলেন, আওয়ামীলীগ সরকার সবসময় গরীব মানুষের পাশে রয়েছে। সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের পাশাপাশি জনগনের কল্যানে সব ধরণের ইতিবাচক প্রকল্প বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সরকারের পাশাপাশি সকল স্বেচ্ছাসেবী সংস্থাকে জনগনের কল্যানে এগিয়ে আসতে প্রধানমন্ত্রী ইতোমধ্যে নির্দেশ দিয়েছেন। তারই আলোকে চকরিয়া উপজেলায় একাধিক এনজিও সংস্থা ক্ষতিগ্রস্থ গরীব পরিবারের পাশে দাড়িঁয়েছে। জনগনের দু:সময়ে এ ধরণের একটি মহতি উদ্যোগ গ্রহন করায় উপজেলা চেয়ারম্যান জাফর আলম এনজিও সংস্থা মুক্তির সকল কর্মকর্তা এবং অর্থায়নে সম্পৃক্ত সকলকে অভিনন্দন জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।