২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

চকরিয়ায় গভীররাতে সাংবাদিকের বাসা চুরি


চকরিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডের ঘনশ্যাম বাজার এলাকায় জামাল হোছাইন নামের এক সাংবাদিকের বাসায় চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে চোরের দল হানা দেয় ওই সাংবাদিকের বাসায়। পাশাপাশি ওই এলাকার একটি মুদির দোকান ও অপর একটি বাড়িতে চুরি সংগঠিত করেছে চোরের দল। সাংবাদিক জামাল স্থানীয় দৈনিক সমুদ্রবার্তা পত্রিকার চকরিয়া উপজেলা প্রতিনিধি এবং প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক।
সাংবাদিক জামাল হোছাইন জানায়, শনিবার রাতে সকলে ঘুমিয়ে পড়লে বাসার জানালার গ্রীল কেটে টেবিলের উপর থাকা একটি মোবাইল সেট, একটি চার্জ লাইট, একটি টিফিন বক্স নিয়ে যায় চোরের দল। প্রায় ৩০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে বলে দাবি করেন সাংবাদিক জামাল।
স্থানীয় মুদির দোকানের মালিক আবু তাহের জানায়, তার দোকানের তালা ভেঙ্গে চোরের দল বিপুল পরিমাণ মালামাল নিয়ে গেছে। এতে প্রায় লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে ধারণা করছেন তিনি। ওই এলাকার অপর বাড়ি মালিক শওকত হোসেন জানায়, তিনি বাসার দু’ তলায় থাকেন। জানালার গ্রীল কেটে তার বাড়ির ভেতর থেকে মোবাইল ও বেশ কটি দামী জিনিসপত্র নিয়ে গেছে।
স্থানীয় লোকজন ধারণা করছে, একটি চিহিৃত চোর সিন্ডিকেট দীর্ঘদিন যাবত ওই এলাকায় চুরি কাজে জড়িত রয়েছে। রাতে তারা জুয়ার আসর শেষে চুরি কাজে লিপ্ত হয়। স্থানীয় সাবেক পৌর কাউন্সিলর নুর হোসেন জানান, চোরের দল সিন্ডিকেটটি অনেক বড়। রাতে জুয়া খেলা ও ইয়াবা সেবন ও পরে বিভিন্ন দোকান পাট ও বাসা বাড়িতে ঢুকে চুরি করে থাকে। স্থানীয় আওয়ামীলীগ নেতা আমির মেম্বার জানায়, চুরির ঘটনায় চোরের দলের অনেক সদস্যকে মারধর ও বিভিন্ন শাস্তি দেয়া হয়েছে। কিন্ত তারা এখনো ভাল পথে আসতে পারেনি। এসব চোর সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য থানা প্রশাসনকে উদ্যোগ গ্রহন করতে হবে।
চকরিয়া থানার ওসি জহিরুল ইসলাম খাঁন বলেন, চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি চোর সিন্ডিকেটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।