চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়ন যুবদলের উদ্যোগে শনিবার বিকালে স্থানীয় কুসুমকলি আদর্শ শিক্ষা নিকেতন স্কুল মিলনায়তনে প্রয়াত চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোবারক আলী টুক্কু স্বরণে শোকসভা অনুষ্টিত হয়েছে।
ইউনিয়ন যুবদলের সভাপতি ও উপজেলা যুবদলের সিনিয়র সদস্য এম ইব্রাহিম খলিল কাঁকনের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওসমান গণীর সঞ্চালনায় অনুষ্টিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবদুল হাফেজ মেম্বার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা আলী আহমদ মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক মহিউদ্দিন পুতু, চকরিয়া পৌরসভা যুবদলের সভাপতি মাহমুদুল করিম, সহ-সভাপতি জালাল উদ্দিন ছুট্টো, উপজেলা যুবদলের সিনিয়র সদস্য ছৈয়দ আলম সাঈদ ও সাইফুল ইসলাম খোকন। উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য মোহাম্মদ জকরিয়া, জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক এডভোকেট মইনুল আমিন ইমু, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন লাল্টু, পৌর যুবদলের অর্থসম্পাদক ফারুক রানা, জেলা তরুন প্রজন্ম দলের যুগ্ম আহবায়ক মেম্বার জয়নাল আবেদিন, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মমতাজ মিয়া, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম নীরব, বিএনপি নেতা বশির আহমদ মেম্বার, ৬নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ আলম, যুবনেতা এনামুল হক, নুরুল আবছার, মোবারক হোসেন, বেলাল উদ্দিন, ওসমান গনী, ছরওয়ার আলম, রাহমত উল্লাহ, মামুন, মনোয়ার আলম, আজিজ, জামাল হোসেন বাবুল, জমির উদ্দিন, নুরুল হাকিম, হুমায়ুন, ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক কফিল উদ্দিন, যুগ্ম আহবায়ক শামীম, ইসমাইল, এ্যানি, ছরওয়ার ও জমির উদ্দিন প্রমুখ।
অনুষ্টিত স্বরণ সভায় বক্তারা বলেন, চকরিয়া পৌর বিএনপির প্রয়াত সাধারণ সম্পাদক জনপ্রিয় নেতা মোবারক আলী ছিলেন চকরিয়া জনপদে বিএনপি রাজনীতির জন্য একজন পরীক্ষিত সংগঠক ও আস্থার ঠিকানা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আলহাজ সালাহউদ্দিন আহমদের অনুপ্রেরনায় মরহুম মোবারক আলী বিএনপির দায়িত্ব নিয়ে অল্প সময়ের মধ্যে দলকে এগিয়ে নিতে কাজ করেছে। তার কারনে বিএনপি সাংগঠনিকভাবে সবসময় উজ্জেবিত ছিল। এ ধরণের নেতার বড় প্রয়োজন বর্তমান রাজনীতিতে। স্বরণ সভার আগে যুবদলের নেতাকর্মীরা মরহুম মোবারক আলীর কবর জিয়ারত করেন। স্বরণ সভার আগে খতমে কোরান ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।