২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

চকরিয়ায় চোর সিন্ডিকেটের ২ সদস্য গ্রেফতার, মোটর সাইকেল উদ্ধার

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়ায় পুলিশের অভিযানে আন্ত:জেলা মোটর সাইকেল চোর সিন্ডিকেটের দুই প্রধান সদস্যকে গ্রেফতার করা হয়েছে। থানার এসআই আলমগীর আলমের নেতৃত্বে পুলিশের একটিদল মঙ্গলবার রাতে পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে। এ সময় উদ্ধার করা হয়েছে একটি চোরাই মোটর সাইকেল।
গ্রেফতারকৃতরা হলেন, মহেশখালী উপজেলার কালামারছড়া ইউনিয়নের শফিউল আলমের ছেলে জমির উদ্দিন (২৭) ও রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ছিদ্দিক আহমদের ছেলে মো. মোর্শেদ (২৫)।
গ্রেফতারের পর চোর চক্রের প্রধান জমির পুলিশের কাছে জবানবন্দীতে বলেন, চকরিয়া থেকে অভিনব কৌশলে মোটর সাইকেল চুরি করে রামুর ঈদগড় ও মহেশখালীতে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে এসব চোরাই মোটর সাইকেল বিক্রি করা হয়।
চকরিয়া থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, চকরিয়ায় দীর্ঘদিন ধরে মোটর সাইকেল চোর সক্রিয় রয়েছে। কিছুদিন ধরে মোটর সাইকেল চুরি বেড়ে গেছে। এর জের ধরে মোটর সাইকেল চোর সিন্ডিকেটের বিরুদ্ধে শুরু হয় অভিযান। মঙ্গলবার রাতে সোর্সের তথ্যের ভিত্তিতে চকরিয়া থানার পুলিশের একটি টিম মহেশখালী ও রামু উপজেলায় অভিযান পরিচালানা করে। তিনি বলেন, প্রথমে মহেশখালী থেকে জমির কে আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে রামু উপজেলার ঈদগড় থেকে মোর্শেদকে আটক করা হয়। গতকাল বুধবার দুপুরে গ্রেফতারকৃত দুইজনকে চকরিয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সৌর্পদ্দ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।