১৯ এপ্রিল, ২০২৫ | ৬ বৈশাখ, ১৪৩২ | ২০ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

চকরিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নিরাপদ সড়ক চাই দিবস উপলক্ষে চকরিয়া উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে র‌্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়ায় জাতীয়ভাবে পালিত হয়েছে নিরাপদ সড়ক চাই দিবস। গতকাল রোববার সকালে নিরাপদ সড়ক চাই (নিসচা) চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে কর্মসুচি পালিত হয়েছে। এদিন বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে র‌্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে আলোচনায় সভায় মিলিত হয়।
চকরিয়া উপজেলা শাখার সভাপতি সোহেল মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়, চকরিয়া সিটি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত র ্যালিতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া থানার ওসি তদন্ত মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া আদালতের পুলিশ পরির্দশক নাজমুল হাসান কামাল ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ ও প্রবীণ শিক্ষক নুরুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, ২৪ বছর আগে ১৯৯৩ সালের ২২ অক্টোবর মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চনের অকাল মৃত্যুরমধ্য দিয়ে গড়ে উঠে নিরাপদ সড়ক চাই আন্দোলন। ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা নিরসনে গড়ে উঠা এই আন্দোলন এদেশের আপামর মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়।১৯৯৮ সালে নিরাপদ সড়ক চাই’র পক্ষ থেকে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস দাবি জানানো হয়।সময়ের পথপরিক্রমায় সেই ঘোষণা এলো।এতে আরও বলা হয়, ২০০২ সালে নিরাপদ সড়ক চাই’র পক্ষ থেকে ২২ অক্টোবরকে আন্তর্জাতিক নিরাপদ সড়ক দিবস ঘোষণা করতে জাতিসংঘের তৎকালীন মহাসচিব কফি আনানের কাছে আবেদন করা হয়। জাতিসংঘ এ বিষয়টি আমলে নিয়ে সড়ক দুর্ঘটনার ভয়াবহতার কথা ভেবে সড়ক নিরাপত্তা সপ্তাহ ঘোষণা করে বিভিন্ন প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করে। এমনকি সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে জাতিসংঘ ২০১১-২০২০ পর্যন্ত সড়ক নিরাপত্তা দশক ঘোষণা করেছে। সরকার ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবসঘোষণার মাধ্যমে পরিপূর্ণ রূপ পেল জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই নিসচা’র প্রতিষ্টাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের এই দাবি এবং যৌক্তিক অবস্থানে উপনীত হলোনিরাপদ সড়ক চাই আন্দোলন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।