২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

চকরিয়ায় দুইটি মাধ্যমিক স্কুলে ‘সততা স্টোর’ উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান জাফর

চকরিয়ায় দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট কাউন্সিলের সততা স্টোর উদ্বোধন করছেন উপজেলা চেয়ারম্যান আলহাজ জাফর আলম।

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া উপজেলা সদরে দুইটি মাধ্যমিকস্তরের শিক্ষা প্রতিষ্ঠানে বুধবার সকালে নির্বাচিত স্টুডেন্ট কাউন্সিল পরিচালিত ‘সততা স্টোর’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। প্রথমে চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলে ফিতা কেটে সততা স্টোর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। দুপুরে একইভাবে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন করা হয়েছে।
কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো.নুরুল আখের বলেন, স্কুলে পাঠদানের আগে ও পরে শিক্ষার্থীরা খাবার খেতে বেশির ভাগ সময় ক্যাম্পাস থেকে বাইরে যান। অনেক সময় শিক্ষার্থীরা খাবার কিনতে গিয়ে পাঠগ্রহন থেকে বঞ্চিত হন। আবার বাইরে গিয়ে খাবার ক্রয় করতে গেলে নানা ধরণের বিড়ম্বনার শিকার হন। এসব কারনে সরকারের শিক্ষা মন্ত্রানালয়ের অনুপ্রেরণায় সারাদেশের মতো চকরিয়া কোরক বিদ্যাপীঠেও অবশেষে চালু করা হয়েছে স্টুডেন্ট কাউন্সিলর পরিচালিত সততা স্টোরের কার্যক্রম। তিনি বলেন, শিক্ষার্থীরা সততা স্টোরের বিক্রেতা, আবার তাঁরা ক্রেতাও। দোকানে সব ধরণের খাবার পন্য মজুদ থাকবে। পণ্যের গায়ে মুল্য দেখে নির্ধারিত ক্যাশে টাকা ঢুকিয়ে দিয়ে শিক্ষার্থীরা পছন্দের পণ্য কিনে পাঠ গ্রহনে স্কুলে চলে যাবে। পন্য কেনার সময় একজন শিক্ষার্থীই দোকানে খাকবে। তবে টাকা নেয়ার জন্য কেউ থাকবেনা। এখানে শিক্ষার্থীদের সততাই বেশি কাজ করবে। তিনি বলেন, পাঠগ্রহন শেষে স্কুল ছুটির পর স্টুডেন্ট কাউন্সিলের সদস্যরা দোকানে এসে বিক্রির টাকা গুনে নেবে। তারপর দোকান বন্ধ করে বাড়ি চলে যাবে।
চকরিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক সহায়তায় দুটি স্কুলে স্টুডেন্ট কাউন্সিলের সততা স্টোর উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যানের সাথে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ নোমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ইব্রাহিম মুহাম্মদ, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ সিরাজউদ্দিন আহমদ, কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শওকত ওসমান, চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো.নুরুল আখের, কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক দিদারুল ইসলাম প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে দুটি স্কুলের সকল শিক্ষক, শিক্ষিকা, স্টুডেন্ট কাউন্সিলের সদস্য, শিক্ষার্থী ও অভিভাবক এবং সুধীজন উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান জাফর আলম বলেন, আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা যখনই রাষ্ট্র ক্ষমতায় আসীন হন, তখনই শিক্ষাখাতের উন্নয়নে সারাদেশে সুবাতাস বইতে শুরু করে। কারণ আওয়ামীলীগ সরকার একটি শিক্ষাবান্ধব সরকার। সরকার প্রধানের লক্ষ্য শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্মকে বিকশিত করে আগামী দিনে বাংলাদেশকে নিরক্ষতার অভিশাপমুক্ত করা। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা দিকনির্দেশনা সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করছেন। শিক্ষার্থীরা যাতে প্রাথমিকস্তর থেকে ঝড়ে না পড়ে সেইজন্য উপবৃক্তি চালু করেছেন। দুপুরে যাতে শিক্ষার্থীরা অভুক্ত না থাকে সেইজন্য মিড ডে মিল কার্যক্রমের মাধ্যমে খাবারের ব্যবস্থা করেছেন। নতুন প্রজন্মকে দেশপ্রেমিক সু-নাগরিক হিসেবে তৈরী করতে প্রতিটি স্কুলে স্টুডেন্ট কাউন্সিল চালু করেছেন। যাতে শিক্ষার্থীরা নেতৃত্ব বিকাশে যোগ্যতা তুলে ধরতে পারে। আবার স্কুলের ক্যাম্পাসে খাবার পেতে সততা স্টোর নামের পণ্য বেচাকেনার নতুন কার্যক্রম চালু করেছেন। শিক্ষা বিভাগের এসব অর্জনের পেছনে শুধুই সরকার প্রধান শেখ হাসিনার অভিষ্ট লক্ষ্য এবং সদিচ্ছা কাজ করেছে। তিনি বলেন, চকরিয়া উপজেলার মাধ্যমিক স্তরের দুটি বিদ্যালয়ে প্রাথমিক পর্যায়ে সততা স্টোরের কার্যক্রম শুরু করা হয়েছে। সফলতা অব্যাহত থাকলে আগামীতে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।