২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

চকরিয়ায় দুর্নীতিবিরোধী শপথ নিলেন বদরখালী কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা

 


চকরিয়া উপজেলার বদরখালী ডিগ্রি কলেজে দুর্নীতিবিরোধী অনুষ্ঠানে বক্তারা দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের সো”চার হওয়ার আহবান জানিয়েছেন। তারা একাত্তরের মতো দুর্নীতি প্রতিরোধে আরো একটি আন্দোলন প্রয়োজন বলে মত প্রকাশ করেন। দুর্নীতিবিরোধী সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, চকরিয়ার সহযোগিতায় স্ব”ছতার জন্য নাগরিক (স্বজন) গ্রুপের উদ্যোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ঘোষিত দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে গতকাল সোমবার সকালে কলেজে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়। সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে শুরু হয় দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী। এতে ২৪টি বিভিন্ন ধরনের দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শন করা হয়। বেলা ১১ টায় শুরু দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা।
‘দুর্নীতি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রধান অন্তরায়’ এই বিষয়ের উপর কলেজের শিক্ষার্থীরা দু’টি গ্রুপে বিভক্ত হয়ে বিতর্কে অংশ নেয়। কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন টিআইবি’র স্বজন গ্রুপের সমন্বয়ক এইউএম শহীদুল্লাহ। এতে বিচারকের দায়িত্ব পালন করেন কলেজের প্রভাষক সাইফুল ইসলাম, আফসরুজ্জামা ও রাকিব হাসান বাপ্পি। বিতর্কে বিপক্ষ দল জয়ী হন এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিপক্ষ দলের আকরিফা জন্নাত। এরপর শুরু হয় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন পরিচালনা করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার মোঃ জসিম উদ্দিন।
ওরিয়েন্টেশনে শিক্ষার্থীদের দেশপ্রেম, দুর্নীতির ক্ষতি, দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের গুরুত্ব, টিআই-টিআইবি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। ওরিয়েন্টেশন শেষে বাংলাদেশের স্বাধীনতা ও দুর্নীতি বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন স্বজন সদস্য জিল্লুর রহমান। এতে ১০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। কুইজ শেষে কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল হক। শপথ গ্রহণ শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সনাক সদস্য জিয়া উদ্দিন, কলেজের শিক্ষক মোহাম্মদ ইবরাহীম, নুর মোহাম্মদ হানিফ প্রমুখ। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্বজন সদস্য সাইদুল হক চৌধুরী, হেলাল উদ্দিন, মোঃ জাকারিয়া এবং কলেজের শিক্ষকবৃন্দ। অত্যন্ত প্রাণবন্ত উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক মনির হোসেন ভুঁইয়া।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।