চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম বলেছেন, বর্তমান শেখ হাসিনা সরকার নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগকে সফল করতে সকলকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। তিনি ৮ মার্চ বুধবার উপজেলা পরিষদে আয়োজিত নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপেেজলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও দুর্নীতিবিরোধী সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) চকরিয়ার যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বর হতে শুরু হয় রঙ্গিন ব্যানার-ফ্যাস্টুন সজ্জ্বিত বর্ণাঢ্য র্যালী।
অনুষ্ঠিত র্যালীতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাহেদুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মোঃ দিদারুল আলম, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান সাফিয়া বেগম সম্পা, উপজেলা শিক্ষা অফিসার মোঃ খুরশিদুল আলম চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্তকর্তা মোঃ আবুল কালাম আজাদ, সনাক-টিআইবি চকরিয়ার সভাপতি অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা জাহান, কেন্দ্রীয় উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হক টিআইবি’র কর্মসূচি ব্যব¯’াপক মেহেদী হাসান ও এরিয়া ম্যানেজার মোঃ জসিম উদ্দিন প্রমুখ। র্যালী গ্রামীণ ব্যাংক হয়ে পুনরায় উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তন মোহনায় অনুষ্ঠিত হয় নারী অধিকার বিষয়ক বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা। বিতর্কে মডারেটরের দায়িত্ব পালন করেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ দিদারুল আলম। এতে হারবাং ইউনিয়ন উ”চ বিদ্যালয়ের বিতার্কিক দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এরপর উপ¯ি’ত শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে নারী অধিকার বিষয়ক ১০টি প্রশ্নের মাধ্যমে দশজন শিক্ষার্থীকে সনাক-টিআইবি’র পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।
সবশেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাহেদুল ইসলাম। টিআইবি’র এরিয়া ম্যানেজার মোঃ জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম খান, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান সাফিয়া বেগম সম্পা এবং সনাক চকরিয়ার সভাপতি অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা জাহান এবং টিআইবি’র ধারণাপত্র উপস্থাপন করেন সনাক সহ-সভাপতি হুরে জন্নাত মিলি।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন ও নারী অধিকার আদায়ে নারী-পুরুষ সকলকে এগিয়ে আসতে হবে। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, বাংলাদেশ সরকার বর্তমানে নারীর ক্ষমতায়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে, যে কারণে নারীরা বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে অনেকদূর এগিয়ে গেছে। নারীর এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে সকলকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।