১৮ এপ্রিল, ২০২৫ | ৫ বৈশাখ, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

চকরিয়ায় নাশকতা রোধে দায়িত্ব পালনরত আনসার সদস্যরা বেতন পাচ্ছেন না দেড়মাস ধরে

s1
চকরিয়ায় মহাসড়কে নাশকতা রোধে দিবা-রাত্রি দায়িত্ব পালন করছেন মাস্টাররোলে নিয়োগপ্রাপ্ত ১৪০ আনসার সদস্য। অভিযোগ উঠেছে, জীবন বাজি রেখে এসব আনসার সদস্য দায়িত্ব পালন করলেও গত দেড়মাস ধরে তাঁরা বেতন পাচ্ছে না। এ অবস্থার কারনে এসব আনসার সদস্য বেতন না পাওয়ায় পরিবার সদস্যদের নিয়ে চরম বিপাকে পড়েছে। তাঁরা অবিলম্বে তাদের বেতন নিশ্চিতের দাবি জানিয়েছেন সরকারের কাছে।
জানা গেছে, গত ৫ জানুয়ারীর পর থেকে সারাদেশে বিএনপি-জামায়াত জোট আন্দোলনের নামে ব্যাপক অরাজকতা সৃষ্টি করে। সারাদেশের মতো এর প্রভাব পড়ে কক্সবাজারের চকরিয়া উপজেলা জুড়ে। এ অবস্থার প্রেক্ষিতে প্রশাসন মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নাশকতা প্রতিরোধে সর্তক অবস্থানের জন্য মাস্টাররোলে ১৪০জন আনসার সদস্যকে নিয়োগ দেন।
সুত্র জানায়, গত ৫ ফেব্রুয়ারী থেকে উপজেলার বিভিন্ন পয়েন্টে বর্তমানে কর্মরত রয়েছে মাস্টাররোলে নিয়োগপ্রাপ্ত আনসার সদস্যরা। একাধিক আনসার সদস্য জানিয়েছেন, তাঁরা প্রশাসনের নির্দেশে উপজেলা আনসার ভিডিপি বিভাগের অধীনে গত দেড়মাস ধরে মহাসড়কে নাশকতা প্রতিরোধে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু দীর্ঘ দেড়মাস সময় অতিবাহিত হলেও এখনো তাঁরা বেতন পাননি। এ অবস্থার ফলে তাদের অভাব-অনটনের পরিবারে চরম দুর্দিন চলছে।
জানতে চাইলে চকরিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ছরওয়ার আলম বলেন, মাস্টাররোলে নিয়োগপ্রাপ্ত এসব আনসার সদস্য বেশির ভাগ দরিদ্র শ্রৈনীর। দেড়মাস ধরে তাঁরা বেতন পাচ্ছে না একথা সত্য। তবে শুনেছি ঢাকা থেকে তাদের বেতন ছাড় হয়েছে। আশা করি চলতি সপ্তাহের মধ্যে তাঁরা বেতন পেয়ে যাবে।

ফাইল ছবি

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।