২১ এপ্রিল, ২০২৫ | ৮ বৈশাখ, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

চকরিয়ায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামী গ্রেপ্তার

চকরিয়া থানা পুলিশের আলাদা দুটি অভিযানে মামলার সাজাপ্রাপ্তদ দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে থানা পুলিশের পৃর্থকদল রোববার চকরিয়া শহরের বায়তুশ শরফ সড়ক ও হারবাং ইউনিয়নের সিকদারপাড়া গ্রামে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করেন।
থানা পুলিশ জানায়, এসআই আবদুল খালেক ও এএসআই মোস্তাক আহামদের নেতৃত্বে সঙ্গীয় পুলিশদল চকরিয়া পৌরশহরের বাইতুশরফ সড়ক এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ শফি (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেন। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে আদালত সিআর মামলা (নং ৪১৪/১৫) সাজা দেন। শফি চকরিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের জয়নাল আবদিনের ছেলে।
একইদিন বিকালে এএসআই হেলাল উদ্দিন ও এএসআই জুয়েল রায় সহ পুলিশের অপর একটিদল উপজেলার হারবাং ইউনিয়নের সিকদারপাড়া গ্রামে অভিযানে চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি জাহেদুল ইসলামকে (৩৬) গ্রেফতার করতে সক্ষম হন। তার বিরুদ্ধে একটি সিআর মামলায় নং ( ৩২৬/১০ আদালত এক বছরের সাজা দেন। অপর একটি জিআর মামলায় নং (২৭৭/১২) আদালতের ওয়ারেন্ট রয়েছে। জাহেদুল উপজেলার হাবাং সিকদার পাড়া এলাকার নুরুল আবছারের ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী জানিয়েছেন, পুলিশের অভিযানে গ্রেফতার হওয়া সাজাপ্রাপ্ত দুই আসামিকে গতকাল সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।