কক্সবাজার উত্তর বনবিভাগের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের রিংভং বনবিটের অধীন উচিতারবিল এলাকায় বনবিভাগের অভিযানে অবশেষে উচ্ছেদ করা হয়েছে শতাধিক অবৈধ নতুন বসতি। শনিবার ফাসিয়াখালী রেঞ্জের বনকর্মীরা অভিযান চালিয়ে এসব বসতি উচ্ছেদ করে দিয়েছে।
উপজেলার ফাসিয়াখালী রেঞ্জের বনকর্মকর্তারা জানান, কয়েকমাস আগে আশপাশ এলাকার একটি প্রভাবশালী মহল ফাঁসিয়াখালী রেঞ্জের আওতাধীন রিংভং বনবিটের অধীনস্থ উচিতারবিল নামক স্থানে বনবিভাগের বিশাল জায়গা দখল করে। পরে সেখানে তাঁরা বেশ কিছু নতুন অবৈধ বসতি নির্মাণ করে। ওইসময় দখলে জড়িতরা টাকার বিনিময়ে বনবিভাগের এসব জায়গা প্লট আকারে বিক্রি করে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে ফাসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা এবিএম জসীম উদ্দিন বলেন,জায়গা জবরদখলের পর স্থানীয় বনকর্মীরা এসব অবৈধ বসতি উচ্ছেদে ইতোমধ্যে বেশ ক’বার অভিযান পরিচালনা করেছে। এতে বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও দখলবাজরা পরে সেখানে পুন:রায় বসতি গুলো নির্মাণ করে আসছে। এ অবস্থার প্রেক্ষিতে শনিবার ডুলাহাজারা বনবিট কর্মকর্তা সাব্বির জাহাঙ্গীর ও রিংভং বনবিট কর্মকর্তা জাকের হোসেনসহ শতাধিক বনকর্মী টানা অভিযান চালিয়ে উচিতার বিল এলাকার এসব অবৈধ বসতি উচ্ছেদ করে দেয়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।