২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চকরিয়ায় বর্ণমালা একাডেমীতে নতুন বই উৎসবে মাতোয়ারা কোমলমতি শিক্ষার্থীরা

 


চকরিয়া উপজেলার থানা সেন্টার এলাকার মনোরম পরিবেশে অবস্থিত অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান বর্ণমালা একাডেমীতে পহেলা জানুয়ারী সকালে বই উৎসব অনুষ্টিত হয়েছে। বছরের প্রথমদিনে হাতে নতুন পাঠ্যবই পেয়ে আনন্দে মাতোয়ারা হয়েছে প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা। এদিন বর্ণমালা ক্যাম্পাসে বই উৎসব অনুষ্টানে প্রথম থেকে ৮ম শ্রেণীর অন্তত চার শতাধিক শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্যবই তুলে দেন অনুষ্টানের প্রধান অতিথি ও বর্ণমালা একাডেমীর চেয়ারম্যান আমিনুর রশিদ দুলাল। এসময় উপস্থিত ছিলেন বর্ণমালা একাডেমীর অধ্যক্ষ নুরুল হোছাইন বিকম বিএড, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইমাম হোসেন, শিক্ষক আপন শর্মা, সিরাজুল গনী ছোটন, আবদুল্লাহ আল ফারুক লোটাস, আবু ছাদেক মো.রুবেল, অনুপ দাশ, নয়ন চৌধুরী, সাজ্জাদ হোসেন নাঈম প্রমুখ। এছাড়া অনুষ্টানে উপস্থিত ছিলেন বর্ণমালা একাডেমীর সকল শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও সুধীজন।
জানা গেছে, ২০১৬ সালে অনুষ্টিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার ঘোষিত ফলাফলে কক্সবাজারের চকরিয়ায় বরাবরের মতো শতভাগ পাস করে উপজেলার শীর্ষস্থানের কৃতিত্ব ধরে রেখেছে থানা সেন্টার এলাকায় অবস্থিত বর্ণমালা একাডেমীর শিক্ষার্থীরা। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে জেএসসি ও পিইসি পরীক্ষায় অংশ নেন ৫০ জন শিক্ষার্থী। ঘোষিত ফলাফলে পিইসিতে অংশ নেওয়া ৩০ জন শিক্ষার্থীর মধ্যে ১৬ জন এপ্লাস, ১৩ জন জিপিএ ফোর, একজন এ মাইনাস পেয়ে শতভাগ পাস করেন। এছাড়া জেএসসিতে অংশ নেওয়া ২০ জনের মধ্যে এপ্লাস পেয়েছেন ৫ জন, এ পেয়েছেন ১৩ জন এবং এ মাইনাস পেয়েছেন ২ জন শিক্ষার্থী।
উপজেলার সাংস্কৃতি সমৃদ্ধ স্কুল বর্ণমালা একাডেমীর চেয়ারম্যান ও কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশীদ দুলাল বরাবরের মতো এবারও বর্ণমালা একাডেমি হতে সকল পরীক্ষার্থী শতভাগ পাস করে সাফল্য ধরে রাখতে সক্ষম হওয়ায় স্কুলের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক মহলকে অভিনন্দন জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।