২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

চকরিয়ায় বসতবাড়িতে হামলা ও ভাংচুরের মামলায় ওয়েস্কার মানিকের স্ত্রী জেলহাজতে


চকরিয়ায় বসতবাড়িতে হামলা ও ভাংচুরের মামলায় ওয়েস্কার ম্যানেজার হামিদুল হক মানিকের স্ত্রী সুলতানা রাজিয়াকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত। ১২ এপ্রিল আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন মামলার ৩নং আসামি সুলতানা। শুনানী শেষে আদালতের বিচারক তাকে জেলহাজতে প্রেরনের নির্দেশ দেন। মামলাটির বাদি পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের জমিদার পাড়া গ্রামের বাসিন্দা নুরুল বশর চৌধুরী (বাচ্ছু)। মামলাটিতে মোট আটজনকে আসামি করা হলেও সুলতানার স্বামী হামিদুল হক মানিককে ১নং, তাঁর ভাই তমিজ উদ্দিনকে ২নং ও দরবেশকাটা গ্রামের আমান উল্লাহকে ৪নং আসামি করা হয়।
মামলার আর্জিতে বাদি দাবি করেন, কয়েকমাস আগে উপজেলার পশ্চিম বড়ভেওলা ইউনিয়নে তাঁর বসতবাড়িতে অভিযুক্ত আসামিরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এসময় বাঁধা দিতে গেলে তাকে (গৃহকর্তা) সহ আরো কয়েকজনকে আহত করে। এ ঘটনায় তিনি বাদি হয়ে আটজনকে আসামি করে চকরিয়া থানায় একটি জিআর মামলা (৬১/১৭) দায়ের করেন। গত বুধবার (১২ এপ্রিল) ওই মামলার ৩নং আসামি ওয়েস্কার মানিকের স্ত্রী সুলতানা রাজিয়া উপস্থিত হয়ে জামিন আবেদন জানালে আদালতের বিচারক মামলার শুনানী শেষে রাজিয়াকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।