কক্সবাজারসময় ডেস্কঃ কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ জন। শুক্রবার (৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নের মেধাকচ্ছপিয়া ঢালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী। মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—চকরিয়ার খুটাখালী ইউনিয়নের উত্তর ফুলছড়ি এলাকার খলিলুর রহমানের স্ত্রী রওশন আরা বেগম (৪৫) ও ডুলাহাজারা ইউনিয়নের চা-বাগান এলাকার দীপক পালের ছেলে সনাক পাল (২৬)।
এসআই আলমগীর বলেন, ‘দুপুর সাড়ে ১২টায় কক্সবাজারগামী ইউনিক পরিবহনের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই রওশন আরা বেগম নামে মাইক্রোবাসের এক যাত্রী নিহত হন। আহত হন পাঁচ জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মালুমঘাট ক্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতাল ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সনাক পাল নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়। লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান আলমগীর।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।