চকরিয়া উপজেলার পুর্ববড় ভেওলা ইউনিয়নে এবার বসতবাড়ির উঠান দখলে বাঁধা দেয়ার জেরে আপন ছোটভাই মনছুর আলম কুপিয়ে জখম করেছে তাঁর বড়ভাই সোলতান আহমদকে (৫৬)। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের দিয়ারচর এলাকায় ঘটেছে এ হামলার ঘটনা। আহত সোলতান আহমদ ও হামলাকারী মনছুর আলম ওই এলাকার মৃত এলাহা দাদ এর ছেলে। আহত সোলতান আহমদকে ঘটনার পরপর পরিবার সদস্যরা উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছে।
আহত সোলতান আহমদের পরিবার সদস্যরা অভিযোগ করেছেন, তাদের বসতবাড়ির উঠান দখলে নেয়ার জন্য দীর্ঘদিন ধরে অপচেষ্ঠা চালিয়ে আসছে সোলতান আহমদের ছোটভাই মনছুর আলম। এঘটনায় সম্প্রতি সময়ে সোলতান আহমদের বিরুদ্ধে ভাই মনছুর আলম চকরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগটির প্রেক্ষিতে তদন্ত কর্মকর্তা চকরিয়া থানার এসআই আবদুল খালেক বিষয়টি সমাধানের জন্য উভয়পক্ষকে দুইজন করে বিচারক নিয়ে বৈঠকে বসতে নির্দেশ দেন। এরপর দুই পক্ষ রাজি হয়ে বৈঠকেও বসেন এবং বিষয়টি সমাধানের পর্যায়ে এগিয়ে যায়।
সোলতান আহমদের পরিবার সদস্যদের দাবি, বিচারকরা কোন ধরণের রায় ঘোষনা না করলেও ছোটভাই মনছুর আলম কতিপয় মহলের ইন্ধনে রাতারাতি একটি বানোয়াট শালিসী রোয়েদাদ তৈরী করে। তারপর গতকাল শুক্রবার সকালে তৈরী করা শালিসী রোয়েদাদের অনুবলে ভাড়াটে লোকজন নিয়ে ফের বড় ভাইয়ের বাড়ির উঠান দখল করতে যায় মনছুর আলম।
ঘটনার এক পর্যায়ে বাড়ির উঠান দখলে বাধা দেন সোলতান আহমদ। এসময় জনতার সামনে ক্ষিপ্ত হয়ে ছোটভাই মনছুর আলম ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে বড়ভাই সোলতান আহমদকে। ঘটনার সময় স্থানীয় ইউনিয় পরিষদের চৌকিদার ও এলাকার গন্যমান্য লোকজন উপস্থিত থেকে বাধা দিলেও তার তোয়াক্কা করেনি অভিযুক্ত মনছুর আলম। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহত সোলতান আহমদের ভূক্তভোগী পরিবার সদস্যরা।
অভিযোগটির তদন্ত কর্মকর্তা ও চকরিয়া থানার এসআই আবদুল খালেক জানিয়েছেন, বাড়িভিটা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ রয়েছে অনেকদিন ধরে। মনছুর আলম থানায় একটি এজাহারে দায়ের করেন। বিষয়টি আমি সুষ্ঠভাবে সমাধানের জন্য দুই পক্ষের পছন্দের বিচারকদের মাধ্যমে বিষয়টি সুষ্ঠভাবে সমাধানের জন্য চেষ্ঠা করি। কিন্তু কোন পক্ষ থেকে এখনো শালিসী রোয়েদাদ দেওয়া হয়নি। তিনি বলেন, হামলার ঘটনাটি শুনেছি। এব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।