২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

চকরিয়ায় ভক্সি গাড়ির ধাক্কায় সাইকেল আরোহী স্কুলের শিক্ষার্থী নিহত

 


চকরিয়া উপজেলার মালুমঘাট পুলিশ ফাড়ির সামনে ভক্সি গাড়ির ধাক্কায় বাইতুল ইসলাম (১৫) নামের সাইকেল আরোহী এক শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে সাইকেল চালিয়ে বিদ্যালয় থেকে নানার বাড়ি ফেরার পথে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের মালুমঘাট পুলিশ ফাড়ির সামনে পৌছলে ওই শিক্ষার্থীকে ধাক্কা দেয় ঘাতক গাড়িটি। নিহত বাইতুল ইসলাম উপজেলার মানিকপুর ইউনিয়নের ওমর মিয়ার একমাত্র ছেলে। সে স্থানীয় মালুমঘাট আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীতে পড়ছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের রংমহল এলাকার শাহালমের ছেলে দিদারুল ইসলামের মালিকানাধীন একটি ভক্সি গাড়ি চকরিয়া সদর থেকে ডুলাহাজারা আসছিলেন। ওইসময় গাড়িটি মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে পৌছলে পেছন থেকে বাইকেল চালিয়ে আসা স্কুল ছাত্র বাইতুলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন বাইতুল। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর পর ভক্সি গাড়িটি নিয়ে দ্রুত পালিয়ে যায় চালক।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ সেলিম বলেন, ঘটনার পরপর ঘাতক গাড়িটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। তবে গাড়িটি আটকের চেষ্ঠা চলছে বলে জানিয়েছেন তিনি। নিহত ছাত্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।