২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

চকরিয়ায় ভূমিখাতে ঘুষ-দূর্নীতিমুক্ত সুশাসন নিশ্চিতে সনাক টিআইবি’র কার্যক্রমের সুচনা

 


চকরিয়ায় ‘ভূমি সেবায় অনিয়ম ও দীর্ঘসূত্রিতা দুর্নীতিকে উৎসাহিত করে, জন-দুর্ভোগ বাড়ায়’ শ্লোগানে দুর্নীতিবিরোধী সংগঠন সচেতন নাগরিক কমিটি সনাক-টিআইবি উপজেলার ভূমিখাতের সেবা বিষয়ে কার্যক্রমের সূচনা শুরু করেছে। সেবাদানকারী প্রতিষ্ঠান ও জনসাধারণের মধ্যে সু-সমন্বয় করার লক্ষ্যে সনাকের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বুধবার সকালে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচি আয়োজন করা হয়।
সনাকের সহযোগি প্রতিষ্ঠান টিআইবির উপজেলা এরিয়া ম্যানেজার মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় ও সনাক সভাপতি অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.দিদারুল আলম, উপজেলা সাব-রেজিস্টার এ.এস.এম. শামছুজ্জামান, উপজেলা সনাকের উপদেষ্টা অধ্যক্ষ সাহাব উদ্দিন চৌধুরী এবং সনাক সহ-সভাপতি সন্তোষ কুমার সুশীল ।
অনুষ্ঠানে লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন সনাক ভূমি বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক মোহাব্বত চৌধুরী। টিআইবির ভূমিসেবা বিষয়ে বিস্তারিত উপস্থাপন করেন টিআইবি’র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার হাসান আলী। তিনি বলেন, সনাক চকরিয়া কর্তৃক আয়োজিত ভূমি সেবায় স্ব”ছতা ও জবাবদিহিমূলক কার্যক্রম জনগণের চাহিদা অনুযায়ি তাদের মতামতের ভিত্তিতে পরিকল্পনা প্রণয়ণসহ বিশেষ ভূমিকা পালন করবে এবং ভূমি বিষয়ক সেবাদানকারী প্রতিষ্ঠান ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক আ¯’াপূর্ণ পরিবেশ সৃষ্টির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
অনুষ্ঠানে উপজেলা ভূমি সেবার উপর একটি মাল্টিমিডিয়া উপস্থাপনা করেন সহকারি কমিশনার (ভূমি) মো. দিদারুল আলম। তিনি ভূমি খাতে সুশাসন প্রতিষ্ঠায় বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথা উল্লেখ করেন। তিনি বলেন, চকরিয়া ভূমি অফিসের সেবা গ্রহণে যাতে জনগণের কোন দুর্ভোগে পড়তে না হয় সেজন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে। ইতোমধ্যে ভূমি অফিসকে দালালমুক্ত ঘোষনা করা হয়েছে, সেবা গ্রহীতারা যাতে স্টাফ-দালাল চিহ্নিত করতে পারে সেজন্য সকল স্টাফদের পরিচয় পত্র প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন, জনগণের সমস্যার কথা শুনার জন্য প্রতি বুধবার সকাল ন’টা হতে বিকাল ৫টা পর্যন্ত গণশুনানী করা হবে। প্রতি ছ’মাস পর পর ব্যাপক আকারে উন্মুক্ত ¯’ানে গণশুনানীর আয়োজন করা হবে। তিনি বলেন, ভূমি অফিসের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে অনেক দুর্নাম রয়েছে, সে দুর্নাম ঘুছিয়ে একটি দুর্নীতিমুক্ত ভূমিসেবা উপহার দেয়ার লক্ষে কাজ করে যাবো। এ কাজে টিআইবি ও সাংবাদিকসহ সকলের সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে ভূমিখাতে বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ ও সেবা প্রদানে স্বছতা এবং জবাবদিহিতা বৃদ্ধিকল্পে সুপারিশমূলক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহন করেন-সাংবাদিক জহিরুল ইসলাম, ছোটন কান্তি নাথ, মনির আহমদ, মনজুর আলম. ফরিদুল আলম, অধ্যাপক মঞ্জুর আলম, ছায়েদুল হক চৌধুরী, শাহানা বেগম, ছোরত আলম, মাষ্টার আনোয়ার হোসাইন প্রমুখ। আলোচনায় বক্তারা ভূমি সেবার বিভিন্ন অনিয়ম তুলে ধরে ভূমি কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন। কোন কোন প্রশ্নকারি গতবছর অনুষ্ঠিত দুদকের গণশুনানীর অভিযোগের আলোকে কোন পদক্ষেপ গ্রহণ না করার অভিযোগ জানান। সহকারি কমিশনার (ভূমি) মোঃ দিদারুল আলম প্রশ্নকর্তাদের বিভিন্ন অভিযোগের জবাব দেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, বর্তমান সরকারকে আমি সবপ্রথম ধন্যবাদ জানাতে চাই। তার কারণ সরকার নতুন পেস্কেলের মাধ্যমে সরকারি কর্মজাবীদের বেতন-ভাতার পরিমাণ অনেক বাড়িয়ে দিয়েছে। বর্তমানে যে পরিমাণ বেতন-ভাতা দেয়া হচ্ছে তাতে সরকারি সকল ধরণের প্রতিষ্ঠাণের কর্মকর্তা-কর্মচারীকে অনিয়ম-দূর্নীতি করার কোন প্রয়োজন নেই। তবে যাঁরা এখনো এসব অপর্কম করছে মুলত অনিয়ম-দূনীর্তির প্রথাটি তাদের রক্তের সাথে মিশে গেছে। তাই সহজে তাঁরা ওখান থেকে বের হতে পারছেনা। কিন্তু সুশাসন নিশ্চিত করতে হলে তাদেরকে পুরানো ওই ধরণের প্রথা থেকে বের হয়ে আসতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সনাক কর্তৃক আয়োজিত ভূমি সেবা সংক্রান্ত কর্মসূচি গ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, সনাক আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানমালায় বিভিন্ন স্তরের নাগরিকদের চাহিদা এবং ভূমি সেবা প্রদানকারী সং¯’া সমূহে আরও স্ব”ছতা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠার মধ্যদিয়ে ভূমি সংশ্লিষ্ট সকল সেবার প্রতি জনসš‘ষ্টি বৃদ্ধির পাশাপাশি জনআস্থা প্রতিষ্ঠা করার লক্ষ্যে ইতিবাচক পদক্ষেপের অংশ হিসেবে আজকের এ আয়োজন বলেই আমি বিশ্বাস করি। তিনি চকরিয়ার বাস্তব অব¯’ার প্রেক্ষিতে জনগণের প্রত্যাশা ও প্রাপ্তির কিভাবে সমন্বয় ঘটানো যায় এবং বর্তমানে যেসকল সীমাবদ্ধতা রয়েছে সেগুলো ভবিষ্যতে কিভাবে কমিয়ে আনা যায় তার উপায় নির্ধারণের জন্য পরামর্শদানকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি ভূমি সেবায় স্ব”ছতা আনয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।