১৯ এপ্রিল, ২০২৫ | ৬ বৈশাখ, ১৪৩২ | ২০ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

চকরিয়ায় র‌্যাব ও পুলিশের পৃথক অভিযানে  সহোদরসহ তিন মানবপাচারকারি আটক

index
চকরিয়ায় র‌্যাবের অভিযানে মানবপাচারে জড়িত থাকার অভিযোগে কীটনাশক বিক্রেতা দুই সহোদরকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া পৌরশহরের সোসাইটি মসজিদ এলাকার একটি মার্কেটে এ অভিযান পরিচালনা করেন। আটককৃতরা হলেন ভুট্টো এগ্রোসিড নামের কীটনাশক দোকান মালিক জুলফিকার আলী ভুট্টো ও তার ভাই মোক্তার আহমদ। তাদের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়। অভিযোগ উঠেছে, ভুট্টো কীটনাশক ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে ভেজাল বীজের ব্যবসা করে আসছে। কয়েকমাসে আগে উপজেলা ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ভুট্টো তত্বাবধানে থাকা ২৩ বস্তা ভেজাল বীজ উদ্ধার করেন।
অভিযানের সত্যতা নিশ্চিত করে র‌্যাব কক্সবাজার ক্যাম্পের ডিএডি জাহাংগীর আলম বলেন, আটককৃত ভুট্টো ও তার ভাই মোক্তার আহমদের বিরুদ্ধে মালয়েশিয়ায় মানবপাচারের অভিযোগ রয়েছে। এ সংক্রান্ত বেশ কিছু তথ্য উৎপাত্ত র‌্যাবের হাতে রয়েছে। তিনি বলেন, সুনিদিষ্ট অভিযোগ থাকায় বৃহস্পতিবার দুপুরে র‌্যাব কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর আহমদ হোসেন মহিউদ্দিনের নেতৃত্বে একটিদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভুট্টো ও তার ভাইকে আটক করা হয়েছে। ক্যাম্পে নেয়ার পর তাদেরকে এব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে এব্যাপারে তাদের বিরুদ্ধে আইনী প্রদক্ষেপ নেওয়া হবে।
চকরিয়ায় মানবপাচারে জড়িত থাকার অভিযোগে শাহ আজিজ মিন্টু (৩৪) নামের একব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে থানার এসআই মোজাম্মেল হক চৌধুরীসহ পুলিশের একটিদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার খুটাখালী বাজার এলাকা থেকে তাকে আটক করেন। মিন্টু খুটাখালী ইউনিয়নের পশ্চিম নতুনপাড়া এলাকার মোহাম্মদ হায়দারের ছেলে। এসআই মোজাম্মেল হক চৌধুরী বলেন, গ্রেফতারকৃত শাহ আজিজের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ রয়েছে। শাহ নিয়াজ ট্রলারে করে সাগর পথে মালয়েশিয়ায় বিপুল পরিমাণ মানব পাচার করেছে এই ব্যক্তি। খুটাখালী ইউনিয়নের অনেকে থানায় তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, ভুক্তভোগী লোকজনের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। এ এব্যাপারে যাছাই বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।