২৬ নভেম্বর, ২০২৪ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

চকরিয়ায় শতবছরের পুরানো সরকারি জলাধার খোদামকুম দখলের হিড়িক!

চকরিয়া উপজেলা ও পৌর প্রশাসনের চলাচল পথে এবার শতবছরের পুরানো সরকারি ‘জলধার’ খোদারকুম দখলে নেমেছে প্রভাবশালী চক্র। প্রকাশ্য দিবালোকে ইতোমধ্যে একাধিক অবৈধ স্থাপনা তৈরী করে জলাধারের আশপাশের সরকারি খাসজমি জবরদখলের ঘটনা ঘটছে। এতে স্থানীয় সচেতন মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, চকরিয়া উপজেলা পরিষদ সড়কের খোদারকুম নামের জলাধারটি শতবছরের পুরোনো একটি ঐতিহ্য। এলাকার লোকজন জলাধারের পানি ব্যবহার করে আসছে যুগযুগ ধরে। পাশাপাশি চকরিয়া ফায়ার স্টেশনের গাড়িতে জলাধার থেকে নেয়া হচ্ছে পানি সুবিধা।
প্রশ্ন উঠেছে, প্রশাসনের সামনে সরকারি জলাধারটি এভাবে বেদখল হওয়ার ঘটনা অব্যাহত থাকলেও উপজেলা ও পৌরসভা প্রশাসন জড়িতদের বিরুদ্ধে কার্যকর কোন ধরণের ব্যবস্থা নিচ্ছেনা। এ অবস্থায় দখলবাজরা বর্তমানে বেপরোয়া হয়ে উঠেছে।
এলাকাবাসি অভিযোগ করেছেন, ইতোমধ্যে জলাধারের আশপাশ এলাকার সরকারি বিপুল খাসজমি দখলে নিয়ে দখলবাজ চক্র অবৈধ স্থাপনা তৈরী করেছে। কয়েকদিন আগেও দখলবাজরা কয়েকটি নতুন স্থাপনা তৈরী করতে প্রস্তুতি নিয়েছে। অভিযোগ উঠেছে, স্থাপনা তৈরী করতে কতিপয় মহল টিনের ঘেরাবেড়া দিয়ে শনিবার ভোরে জলাধারের দক্ষিনে বিশাল এলাকা ঘিরে ফেলেছে।
চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী বলেন, খোদারকুম জলাধারটি শতবছরের পুরোনো একটি ঐতিহ্য। এটি জবরদখলে জড়িতরা যতই প্রভাবশালী হোক তাদের কবল থেকে জলাধার ও আশপাশের জায়গা রক্ষা করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।