চকরিয়ায় জনতার সহায়তায় শীর্ষ দুই মানবপাচারকারী মো: শফি ও মুহিবুল্লাহ প্রকাশ নেজামকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার বরইতলী ইউনিয়নের পাহারতলী এলাকায় গতকাল ৯জুন রাত ৮টার দিকে এ অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকারী চকরিয়া থানার এএসআই সিমুল চৌধুরী জানান, ধৃত উখিয়া কোটবাজার মংডু এলাকার মো: খুইল্যা মিয়ার পুত্র মো: শফি (২৭) ও তার সহযোগি চকরিয়ার বরইতলী ৫নং ওয়ার্ড পাহাড়তলী এলাকার মোক্তার আহমদ কালুর পুত্র মুহিবুল্লাহ প্রকাশ নেজামের নেতৃত্বে দালাল চক্র দীর্ঘদিন ধরে সাগরপথে মানবপাচার করে আসছে। ধৃত নেজামের শ্বাশুরবাড়ি মহেশখালী কুতুবজোম এলাকায়। ফলে চকরিয়া এনে মহেশখালী হয়ে মানবপাচার করে। সর্বশেষ চকরিয়ার বরইতলী ইউনিয়নের পাহারতলী এলাকার আবদু শুক্কুরের পুত্র মো: ইউছুপ (২০) ও মৃত আবদু নবীর পুত্র মো: মনজুর আলম (২৩) এর কাছ থেকে ২লাখ টাকা করে আদায় করে ধৃত দালালরা। তারা চকরিয়া পেকুয়া, মহেশখালী,উখিয়া সহ বিভিন্ন এলাকা থেকে মালয়েশিয়ায় চাকুরী দেওয়ার নামে বিপুল পরিমাণে অর্থ হাতিয়ে নিয়েছে। স্থানীয় বরইতলী ইউপি চেয়ারম্যান এটিএম জিয়াউদ্দিন চৌধুরী জানান, মালয়েশিয়ায় মানবপাচারের অভিযোগে চিহ্নিত দুই মানবপাচারকারীকে স্থানীয় জনতার সহায়তায় পুলিশ আটক করেছে। ওইদিন তারা মালয়েশিয়ায় নিখোজ ছেলের উদ্ধারের কথা বলে মুক্তিপন আদায়ের চেষ্টা করেছিল।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, আটককৃত ২মানবপাচারকারীকে আদালতের মাধ্যমে আজ জেল হাজতে প্রেরণ করা হবে এবং তথ্য অনুসন্ধানে রিমান্ডের আবেদন জানানো হবে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।