এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়ায় পাওনা টাকা ও স্ট্যাম্প ফেরত চাওয়ায় শ্বশুর বাড়িতে কৌশলে ডেকে নিয়ে মকছুদুল করিম(২৯) নামের এক কীটনাশক ব্যবসায়ীকে বেদড়কভাবে পেঠানো হয়েছে। খবর পেয়ে পরিবার সদস্যরা ওই ব্যবসায়ীকে উদ্ধার করে চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। আহত মকছুদুল করিম উপজেলার হারবাং ইউনিয়ের কালা সিকদার পাড়া এলাকার মৃত আনোয়ারুল করিমের ছেলে। হামলার সময় ওই ব্যাবসায়ী কাছ থেকে নগদ দেড় লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার রাতে চকরিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডের নরু বাপেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যাবসায়ী মকছুদুল করিম অভিযোগ করে বলেন, তার শ্বশুর বাড়ির লোকজনের মাধ্যমে একবছর পূর্বে মোর্শেদ নামের এক ব্যাক্তিকে স্ত্রীর আত্বীয় রুবেলের মধ্যস্থতায় আড়ত ব্যবসার কথা বলে তিনশত টাকার স্ট্যাম্প মুলে দুই লাখ টাকা হাওলাত দেন। উক্ত টাকা দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও ফেরত না দিয়ে অজুহাত দেখিয়ে প্রতারণা করে আসছিল মোর্শেদ।
এ নিয়ে ভুক্তভোগী মকছুদুল তার স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজনের মাধ্যমে উক্ত টাকা ফেরত চাহিলে তাকে নানা ধরণের হুমকি দেয় অভিযুক্ত মোর্শেদ। সর্বশেষ বৃহস্পতিবার রাত সাতটার দিকে মকছুদুলের স্ত্রীর ভাই শাহাব উদ্দিন ও ওসমানের মাধ্যমে টাকার স্ট্যাম্প ফেরত দেয়ার কথা বলে ডেকে নিয়ে শ্বশুর বাড়িতে স্থানীয় ভাবে বৈঠক বসে অভিযুক্ত মোর্শেদ।
এসময় বৈঠকে তার স্ত্রীর ভাইসহ অপারপর ব্যাক্তিরা তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে বৈঠকে ৪-৫জন মিলে ব্যবসায়ী মকছুদুলকে ধারালো অস্ত্র দিয়ে বেদড়ক পিঠিয়ে গুরুতর আহত করা হয় এবং তার কাছে থাকা মালামাল বিক্রির দেড় লাখ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। ঘটনার ব্যাপারে আহত মকছুদুল থানায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো.মিজানুর রহমানের বলেন, এ ধরণের ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে ।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।