২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চকরিয়ায় ২ ‘মানবপাচারকারী’ গ্রেফতার

Arrest_1-375x239

মুক্তিপণের টাকা নিতে এসে জেলার চকরিয়া উপজেলার চকরিয়া বাস টার্মিনাল থেকে মঙ্গলবার রাতে সন্দেহভাজন দুই মানবপাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন মিয়ানমারের নাগরিক বলে দাবি করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- মিয়ানমারের মংডু এলাকার খুইল্লা মিয়ার ছেলে মো. শফি (৪৮) ও চকরিয়া উপজেলার বানিয়ারছড়া এলাকার মোক্তার আহমদ কালুর ছেলে শহিদুল্লাহ নেজাম (২৮)।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর  জানান, রাত ১১টায় চকরিয়া বাস টার্মিনাল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তারা উপজেলার বরইতলী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আব্দুল শুক্কুরের কাছ থেকে মুক্তিপণের টাকা নিতে এসেছিলেন।

তিনি জানান, শুক্কুরের ছেলে মালয়েশিয়ায় বন্দী আছেন। গ্রেফতারকৃতরা শুক্কুরের ছেলেকে মুক্তি দিতে তার কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। বিষয়টি শুক্কুর পুলিশকে আগে থেকে জানিয়েছিলেন।

ওসি বলেন, গ্রেফতার দু’জনই মানবপাচারকারী বলে কাছে স্বীকার করেছেন। দীর্ঘদিন ধরে তারা চকরিয়া, পেকুয়া ও বাঁশখালী এলাকা থেকে মালয়েশিয়ায় চাকরি দেওয়ার কথা বলে সাগরপথে পাচার করে মুক্তিপণ আদায় করে আসছিলেন।

এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা করেছে।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।