২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

চকরিয়ায় ২৬ বছর পর জেলা প্রশাসকের নির্দেশে স্কুলের কোটি টাকার জমি উদ্ধার

চকরিয়ায় শহীদ হোছাইন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের জায়গা উদ্ধারে প্রশাসনের উচ্ছেদ অভিযান।

এম.জিয়াবুল হক,চকরিয়াঃ কক্সবাজার জেলা প্রশাসকের নির্দেশে অবশেষে ২৬ বছর পর চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগরে অবৈধ দখলবাজ চক্রের কবল থেকে বিদ্যালয়ের কোটি টাকার জমি উদ্ধার করেছে প্রশাসন। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার ইসলাম নগরে অবৈধ স্থাপনা উচ্ছেদে সাড়াঁসি অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খোন্দকার ইখতিয়ার উদ্দিন আরাফাতের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের একটিদল।
অভিযানের সময় জেলা প্রশাসকের একনম্বর খাস খতিয়ানের অধীন বিদ্যালয়ের নামীয় এসব জায়গা থেকে স্কেভেটর দিয়ে অবৈধ দুটি আধাপাকা বাড়ি ও একটি দোকান উচ্ছেদ করা হয়েছে। অভিযানের মাধ্যমে উদ্ধার করা হয়েছে অন্তত কোটি টাকার দামের ৯০শতক জমি। অভিযান শেষে দখলমুক্ত এসব জমি শহীদ হোছাইন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের অনুকূলে হস্তান্তর করা হয়েছে।
অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খোন্দকার মো: ইখতিয়ার উদ্দিন আরাফাত। তিনি বলেন, কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর শহীদ হোছাইন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের আওতাভুক্ত প্রায় ৯০ শতক জমি ১৯৯২-৯৩ সালে অবৈধ দখলে নিয়ে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি অবৈধ স্থাপনা নির্মাণ করেন।
ইতোমধ্যে বিদ্যালয়ের পক্ষ থেকে অবৈধ স্থাপনা থেকে দখলদারদের উচ্ছেদ করতে কক্সবাজার জেলা প্রশাসকের দপ্তরে একটি উচ্ছেদ মামলা করা হয়। জেলা প্রশাসক বিষয়টি আমলে নিয়ে উচ্ছেদ মামলার শুনানী শেষে ওই অবৈধ স্থাপনা উচ্ছেদপূর্বক ৯০ শতক জমি অবৈধ দখলদার থেকে হাত থেকে উদ্ধার করে শহীদ হোছাইন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের নিকট হস্তান্তরের নির্দেশ দেন। এ প্রেক্ষিতে স্থানীয় উপজেলা প্রশাসন সোমবার এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
গতকাল নির্বাহী ম্যাজিষ্ট্রেট খোন্দকার ইখতিয়ার উদ্দিন আরাফাতের নেতৃত্বে¡ পরিচালিত উক্ত উচ্ছেদ অভিযানে অংশ নেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হাবিবুর রহমান, চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সাইফুল হাসান, থানার অপারেশন কর্মকর্তা এস আই রুহুল আমিন, এসআই আবদুল বাতেন, এসআই প্রিয়লাল ঘোষ, এসআই সুব্রত রায়, এসআই আরিফুল ইসলাম, এএস আই কামাল হোসেন, এ এস আই শহীদুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন স্থরের কর্মকর্তা ও সদস্য।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।