২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

চকরিয়ায় ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধারঃ গ্রেফতার-২, গাড়ি জব্দ

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়ায় হাইওয়ে পুলিশের তল্লাসি অভিযানে ৫০ লাখ টাকা দামের প্রায় ১৮ হাজার পিস্ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। এসময় পাচারকাজে জড়িত দুই মাদক ব্যবসায়ী ও তাদের ব্যবহৃত একটি পিকআপ ট্রাক (ঢাকা মেট্টো ন-১৮-৩১২৬) গাড়ি জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিরিঙ্গা হাইওয়ে পুলিশের একটিদল কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়াস্থ আমতলী এলাকায় তল্লাসি চৌকি বসিয়ে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করেন।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন যশোর জেলার কোতোয়ালী থানার হিরু মোল্লার ছেলে মো.সবুজ মোল্লা (৩৫) ও সাতক্ষীরার কলারোয়া উপজেলার মৃত আবদুল হামিদের ছেলে মো.হোসেন (৩০)।
অভিযানের সত্যতা নিশ্চিত করে মহাসড়কের চকরিয়া উপজেলার চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি (ইনর্চাজ) মো.নুরে আলম বলেন, গতকাল সকালে গোপনে খবর আসে দুই মাদক ব্যবসায়ী একটি পিকআপ গাড়িতে করে অভিনব কৌশলে কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা বড়ির চালান নিয়ে ঢাকা যাচ্ছে। তাৎক্ষনিক একদল পুলিশ নিয়ে সড়কে তল্লাসি চেকপোস্ট বসানো হয়। সকাল সাড়ে আটটার দিকে কক্সবাজার থেকে ছেঁেড় আসা পিকআপ গাড়িটি মহাসড়কের বানিয়ারছড়াস্থ আমতলী এলাকায় আসলে গাড়িটির গতিরোধ করি।
তিনি বলেন, গাড়িটি থামানোর পর গাড়িতে থাকা দুই যুবককে আটকে রেখে তল্লাশি চালায়। পরে গাড়ির বডির নিচ থেকে পলিথিনে মোড়ানো বেশ কয়েকটি পেকেট উদ্ধার করি। পেকেটগুলো খুলে দেখা যায় ইয়াবা বড়ি। পরে গুনে দেখি তাতে ১৮ হাজার পিস ইয়াবা বড়ি রয়েছে। এসব ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৫৪ লাখ টাকা।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, হাইওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার হওয়া দুই মাদক ব্যবসায়ী ও উদ্ধারকৃত ইয়াবা, পিকআপ গাড়িটি থানা হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় চিরিঙ্গা হাইওয়ে পুলিশের আইসি নুরে আলম বাদি হয়ে গতকাল বিকালে গ্রেফতারকৃদের বিরুদ্ধে চকরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।