চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ মো. হারুন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ মে) ওই এলাকার মুজিবনগর বড়টেক এলাকার পাহাড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (উত্তর) মির্জা সায়েম মাহমুদ এ তথ্য জানিয়েছেন।
আটক হারুন আকবর শাহ থানাধীন উত্তর পাহাড়তলী শাপলা আবাসিক এলাকার ফছি আলমের ছেলে।
মির্জা সায়েম মাহমুদ জানান, ২০১৬ সালে হারুন অস্ত্রসহ পুলিশের হাতে গ্রেফতার হয়ে দেড় বছর কারাগারে ছিল। কারাগার থেকে ছাড়া পেয়ে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে সে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে আকবর শাহ এলাকায় অভিযান চালিয়ে আমরা তাকে গ্রেফতার করি। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, তার কাছ থেকে তিনটি অস্ত্র, তিন রাউন্ড গুলি, দুইটি কিরিচ এবং অস্ত্র ও গুলি তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।