২১ এপ্রিল, ২০২৫ | ৮ বৈশাখ, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

চট্টগ্রামে পৌঁছেছেন খালেদা জিয়া

কক্সবাজার সময় ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চট্টগ্রামে পৌঁছেছেন। এ সময় হাজার হাজার স্থানীয় নেতাকর্মী তাকে ফুল দিয়ে অভিনন্দন জানায়।খালেদা জিয়াও সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। আজ শনিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি বন্দর নগরী চট্টগ্রামে প্রবেশ করেন। এর আগে ফেনী সার্কিট হাউজে দেড়ঘণ্টা বিরতি দিয়ে সন্ধ্যা পৌনে ৭টার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন বেগম জিয়া।
বন্দরনগরীর সিটি গেইট থেকে কাজির দেউড়ি পর্যন্ত সড়কের দুই পাশে অবস্থান নিয়ে বিএনপির অসংখ্য নেতা-কর্মী বেগম খালেদা জিয়াকে স্বাগত জানান।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লা আল নোমান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্করসহ সিনিয়র নেতারা বেগম জিয়াকে স্বাগত জানাতে চট্টগ্রাম সার্কিট হাউজের সামনে অবস্থান করছেন।

এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প ও তাদের মাঝে ত্রাণ বিতরণের উদ্দেশ্যে গুলশান কার্যালয় থেকে রওনা হন খালেদা জিয়া। আজ শনিবার চট্টগ্রাম সার্কিট হাউজে রাত্রিযাপনের পর আগামীকাল রবিবার কক্সবাজারের উদ্দেশ্যে রাওনা দেবেন তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।