চট্টগ্রামের ভুজপুরে প্রায় সাড়ে ১০ লাখ টাকা মূল্যের ১ হাজার ৩০০ বোতল ফেন্সিডিলসহ মো. জাকির হোসেন (১৯) নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে র্যাব।
ভুজপুর থানাধীন বালুটিলা বালুর ঘাট এলাকা থেকে বৃহস্পতিবার বিকেলে তাকে আটক করা হয়। আটক জাকির হোসেন হেকু বাজার ঝিলতলী গ্রামের মো. খোকন মিয়ার ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আমির উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি ট্রাকে (ফেনী-ট-১১-০৪০৩) তল্লাশি চালিয়ে ১ হাজার ৩০০ পিস ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ১০ লক্ষ ৪০ হাজার টাকা।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।