২১ ডিসেম্বর, ২০২৪ | ৬ পৌষ, ১৪৩১ | ১৮ জমাদিউস সানি, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ায় উপজেলা প্রশাসনের অভিযানে টিসিবি পণ্য জব্দ, তিন ব্যবসায়ীকে অর্থদন্ড   ●  নূরসানা মোর্শেদ পিউলির ঘরে অন্যরকম আনন্দ   ●  রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন উখিয়ার বীর মুক্তিযুদ্ধা আবুল খায়েরের   ●  “নূরসানা মোর্শেদ পিউলির বৃত্তি লাভ”   ●  এসপি হলেন সীমান্ত উপজেলার বাহারছড়ার সন্তান মোঃ সাইফুল্লাহ   ●  “হাসিঘর ফাউন্ডেশন’র শীত উৎসব উদযাপিত হয়েছে   ●  ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকায় ক্ষমতা হারালেন ৩ ইউপি চেয়ারম্যান   ●  উখিয়ায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে   ●  অপহরণের ৯ ঘন্টা পর অজ্ঞান অবস্থায় উদ্ধার স্কুলছাত্র   ●  শাহপরীর দ্বীপে ‘পর্যটন স্পট’ গড়তে চায় সরকার, পরিদর্শনে পর্যটন উপদেষ্টা

চট্টগ্রামের হাটহাজারী উপজেলাকে শতভাগ টিকাদানের মডেল উপজেলা ঘোষণা

নিজস্ব প্রতিবেকঃ চট্টগ্রাম বিভাগের একশত উপজেলার মধ্যে চট্টগ্রাম জেলাধীন হাটহাজারী উপজেলাকে শতভাগ টিকাদানের মডেল হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা প্রদান অনুষ্ঠান ২৭ জুন রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা আবু সৈয়দ মো ইমতিয়াজ হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে বিভাগীয় পরিচালক ( স্বাস্থ্য) ডা হাসান শাহরিয়ার কবীর বলেন ইপিআই বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের একটি সফল কর্মসূচী,যা বিশ্বব্যাপী সমাদৃত। শিশুদের জীবনরক্ষাকারী এ কর্মসূচী অতি জনগুরুত্বপূর্ণও বঠে। তিনি হাটহাজারী উপজেলায় শতভাগ সফলতা অর্জনে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আরো বলেন এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং কতৃপক্ষ সর্বোত্তম সহযোগিতা প্রদান করতে প্রস্তুত।বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, অন্যানদের মধে্য বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডা ইমংপ্রু চৌধুরী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডা মোস্তফা সৈয়দ প্রমূখ। বিশেষভাবে উল্লেখ্য যে,শতভাগ ইপিআই কর্মসূচীর উদ্দিষ্ট জনগোষ্ঠী ০-২৪ মাস বয়সী শিশু।হাটহাজারী উপজেলার ২০১৭ সাল হতে মে২০১৯ পর্যন্ত মোট শিশুর লক্ষ্যমাত্রা ২১৭৬৪ অর্জিত সংখ্যা ২১৭৬৪.পরিচালক ( স্বাস্থ্য) দপ্ররের বিভাগীয় স্বাস্হ্য তত্বাবধায়ক( অতি দাঃ) সুজন বড়ুয়া জানান হাটহাজারী উপজেলার মোট ইউনিয়ন সংখ্যা ১৫, টিকাদান কেন্দ্র সংখ্যা ৩৬১, টিকাদান কাজে ৪৪ জন স্বাস্থ্য সহকারী সহ ১১ জন সহকারী স্বাস্থ্য পরিদর্শক, ৪ জন স্বাস্থ্য পরিদর্শক সহ অন্যন্যরা নিরলস কাজ করে যাচ্ছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।